আসিফুজ্জামান পৃথিল : [২] এই নিয়ে দেশটিতে মোট ৩৫ বাংলাদেশি মারা গেলেন। বাংলাদেশসহ বিশ্বজুড়ে মৃত বাংলাদেশির সংখ্যা ৫৯ জন।
[৩] সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যু ঘটেছে উত্তর আমেরিকার দেশটিতেই। এরপরই আছে যুক্তরাজ্য।
[৪] মঙ্গলবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপি নেতা মুনিম চৌধুরী, তানভীর হাসান প্রিন্স, সুরুজ খান, নুসরাত মজুমদার এবং মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিব বাহিনীর গেরিলা কমান্ডার ইঞ্জিনিয়ার ইব্রাহিম খান।
[৫] ইব্রাহিম খান (৭৯) মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের কিংস কাউন্টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
[৬] ইব্রাহিম খান চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী যুবলীগের অন্যতম প্রতিষ্ঠাতা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।
[৭] ইঞ্জিনিয়ার ইব্রাহিম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পটিয়ার এমপি ও হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
[৮] পৃথক বিবৃতিতে তারা বলেন, ইঞ্জিনিয়ার ইব্রাহিম মুজিব বাহিনীর গেরিলা কমান্ডার হিসেবে চট্টগ্রাম এবং ফেনী অঞ্চলের অপারেশনে নেতৃত্ব দিয়েছেন। তার সাহস ও বীরত্বের জন্য তার আলাদা পরিচিতি ছিল।