শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আটকে পড়া বাংলাদেশিদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে নয়া দিল্লীর বাংলাদেশ মিশন

ডেস্ক রিপোর্ট : [২] চেন্নাই, ব্যাঙ্গালুরু, ভেলোর এবং দিল্লির বিভিন্ন হাসপাতালে বাংলাদেশি রোগী ও তাদের স্বজনরা এবং বেশ কিছু শিক্ষার্থী লকডাউন ঘোষণার ফলে আটকা পড়ায় মিশন এ উদ্যোগ নিয়েছে। ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান সোমবার জানান, বাংলাদেশিদের ফেরত পাঠানোর লক্ষ্যে একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। ইত্তেফাক, জনকণ্ঠ, প্রিয়ডটকম, বাসস

[৩] জানা যায়, মিশনের কর্মকর্তারা গতকাল কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে আটকেপড়া বাংলাদেশিদের সমস্যার সমাধান করতে একটি জরুরি বৈঠক করেছেন। ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরানের ডাকা জরুরি বৈঠকে মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈঠকে আটকেপড়া বাংলাদেশিদেরকে স্বদেশে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের সঙ্গে আটকেপড়াদের দেশে ফেরত পাঠানোর জন্য আলোচনা অব্যাহত রয়েছে।

[৪] হাইকমিশন সূত্রগুলো জানায়, ৫২০ জনেরও বেশি বাংলাদেশি রোগী মিশনের সঙ্গে হটলাইনে যোগাযোগ করে খাদ্য ও অর্থাভাবে ভুগছেন বলে জানিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়ার অনুরোধ জানান।

[৫] ওই সূত্র আরও জানায়, বিমানের ভাড়া বহন করতে হবে যাত্রীদের। ১৬২ জন যাত্রী নিশ্চিত করেছেন, তারা ব্যয় বহন করবেন। ঢাকায় ফেরার পরে তাদের অবশ্যই আশকোনা হাজী ক্যাম্পে বা হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে।

[৬] জরুরি বৈঠকে অংশ নেয়া এ কর্মকর্তা আরও জানান, ভারতে অবস্থানকালে আটকেপড়া বাংলাদেশিদের খাবার ও আশ্রয় দেয়ার জন্য তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে (এমইএ) একটি চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের অন্যান্য রাজ্য থেকে বাংলাদেশিদের চেন্নাই আনতে সহায়তা করার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক অনুরোধ জান নো হবে। যাতে আটকেপড়া বাংলাদেশিরা ঢাকার উদ্দেশ্যে ছাড়া বিমানটিতে উঠতে পারেন।

[৭] আর্থিক সঙ্কট সমাধানের বিষয়ে ওই বৈঠকে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ২টি বাণিজ্যিক ব্যাংককে ওয়েস্টার্ন ইউনিয়নের মানি ট্রান্সফারের সঙ্গে পরামর্শ করে প্রক্রিয়াটি সহজ করতে বলেছে। যাতে বাংলাদেশ থেকে তাদের আত্মীয়-স্বজনরা কোনও ঝামেলা ছাড়াই ভারতে তাদের লোকদের কাছে অর্থ পাঠাতে পারেন। কেন্দ্রীয় ব্যাংক ভারতে চিকিৎসাধীনদের ক্রেডিট কার্ডের সীমা তুলে দিতে সকল বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছে।

[৮] এর আগে, মিশন ২টি হটলাইন নম্বর খুলছে যাতে ভারতে আটকেপড়া বাংলাদেশিরা মিশনের সঙ্গে যোগাযোগ করতে পারে। মিশনের হটলাইন নম্বরগুলো হলো- +৯১ ৫৮৯৫৫৫২৪৯৪, +৯১ ৯৮৩৩১৫৯৯৩০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়