শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমাজের বিত্তবানরা কর্মহীন মানুষের পাশে দাঁড়ান, বললেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার

এইচএম দিদার(দাউদকান্দি,কুমিল্লা): [২] দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম খান বলেছেন,এ মহুর্তে জাতি এক কঠিন সংকটময় অবস্থায় আছে।করোনার প্রভাবে দিনমুজুর ও শ্রমজীবী মানুষেরা কর্মহীন হয়ে পরেছে।তাই মানবিক ভাবনায় অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসুক।

[৩] তিনি দাউদকান্দিবাসির উদ্দেশ্যে বলেন, কোনো ক্রমেই জরুরি প্রয়োজন ব্যতীত কেউ যত্রতত্রে ঘুরাঘুরি করবেন না। কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে হানা দেওয়ার পর রাজধানী ঢাকা থেকে যারা ইতোমধ্যে দাউদকান্দি -মেঘনাসহ আশপাশের উপজেলায় এসেছে তাদের বিষয়ে উদ্বিগ্নতার ঘোর থেকে যাছে, এমনটাই জানালেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম খান।

[৪] তবে তিনি এক পরামর্শ বার্তায় বলেছেন," আপাদত পারস্পারিক সামাজিক দূরত্ব বজায় রেখে সকলেই চলুন।হোম-কোয়ারান্টাইন মেনে চলুন,অপ্রয়োজনে ঘর থেকে বের হবে না।

[৫] যদি কেউ অমান্য করেন তবে শুধু আপনি নিজেই ভুক্তভোগী হবেন না,আপনি আপনার পরিবার-পরিজনসহ সকলকেই মহা-বিপদের সুম্মুখীন করে ফেলবেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,সামাজিক দূরত্বতা মেনে চলুন,নিজগৃহে অবস্থান করুন,কারণ সামনের দিনগুলোতেই বিশেষ করে এপ্রিলের ৪ তারিখ পর্যন্ত করোনার সংক্রমণ ঝুঁকিপূর্ণ বিষয়টি অনুমেয়। তখন হয়তো এ ভাইরাসের সংক্রমণ পরিব্যাপ্তি সম্পর্কে আমরা একটা পজিটিভ বা নেগেটিভ বার্তা পাবো। একমাত্র সচেতনতাই বৈশ্বিক এ মহামারি করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারবো-ইনশাল্লাহ।
তাই সকলেই সতর্কতার সাথে চলা-ফেরা করে নিজেকে সুরক্ষিত রাখুন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়