শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে শতা‌ধিক পরিবার কোয়ারেন্টাইনে

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জনকে জ্বর-সর্দি ও শ্বাস কষ্টে আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, তারপর দিন থেকে সেই গ্রামের ১শ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] শনিবার সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদি নদীপাড়া গ্রামের রুহুল আমিন ও তার স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫জন জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হলে তাদের প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইইডিসিআরের পরামর্শে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৪] ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানায়, ৫ জনের নমুনা সংগ্রহ করে তাদেরকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা  হয়েছে।

[৫] সোমবার আধুনিক সদর হাসপাতালের মেডিসিন সিনিয়র কনসালটেন্ট ডা. তোজ্জামেল হোসেন বলেন, তারা এখন সুস্থ রয়েছে । তাদেরকে সব ধরণের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

[৬] এদিকে ডা. নাদিরুল আজিজ বলেন, তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কি না, তা জানার জন্য তাদের রক্তের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে সবার সুরক্ষার কথা চিন্তা করে তাদের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন      

  • সর্বশেষ
  • জনপ্রিয়