শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে শতা‌ধিক পরিবার কোয়ারেন্টাইনে

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জনকে জ্বর-সর্দি ও শ্বাস কষ্টে আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, তারপর দিন থেকে সেই গ্রামের ১শ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] শনিবার সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদি নদীপাড়া গ্রামের রুহুল আমিন ও তার স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫জন জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হলে তাদের প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইইডিসিআরের পরামর্শে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৪] ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানায়, ৫ জনের নমুনা সংগ্রহ করে তাদেরকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা  হয়েছে।

[৫] সোমবার আধুনিক সদর হাসপাতালের মেডিসিন সিনিয়র কনসালটেন্ট ডা. তোজ্জামেল হোসেন বলেন, তারা এখন সুস্থ রয়েছে । তাদেরকে সব ধরণের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

[৬] এদিকে ডা. নাদিরুল আজিজ বলেন, তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কি না, তা জানার জন্য তাদের রক্তের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে সবার সুরক্ষার কথা চিন্তা করে তাদের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন      

  • সর্বশেষ
  • জনপ্রিয়