শিরোনাম
◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে শতা‌ধিক পরিবার কোয়ারেন্টাইনে

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] ঠাকুরগাঁওয়ে একই পরিবারের ৫ জনকে জ্বর-সর্দি ও শ্বাস কষ্টে আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, তারপর দিন থেকে সেই গ্রামের ১শ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] শনিবার সদর উপজেলার চিলারং ইউনিয়নের আলাদি নদীপাড়া গ্রামের রুহুল আমিন ও তার স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫জন জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হলে তাদের প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইইডিসিআরের পরামর্শে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৪] ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানায়, ৫ জনের নমুনা সংগ্রহ করে তাদেরকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা  হয়েছে।

[৫] সোমবার আধুনিক সদর হাসপাতালের মেডিসিন সিনিয়র কনসালটেন্ট ডা. তোজ্জামেল হোসেন বলেন, তারা এখন সুস্থ রয়েছে । তাদেরকে সব ধরণের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

[৬] এদিকে ডা. নাদিরুল আজিজ বলেন, তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কি না, তা জানার জন্য তাদের রক্তের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে সবার সুরক্ষার কথা চিন্তা করে তাদের বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন      

  • সর্বশেষ
  • জনপ্রিয়