ঝিনাইদহ প্রতিনিধি : [২] ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, স্যাভলন সাবান, বালতিসহ খ্যাদ্য সামগ্রী বিতরণ করেছেন শের আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিল্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদ হাসান। রোববার দিনব্যাপি শের আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিল্যালয়ের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গ্রামের জামে মসজিদে স্যাভলন সাবান বালতি বিতরণ করেন। এ সময় মুসল্লিদের মধ্যে মাস্ক বিতরণসহ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারনা করেন। দিনব্যাপি এ কর্মসুচিতে উপস্থিত ছিলেন, রান ডেভেলপমেন্ট সোসাইটির খুলনা বিভাগীয় কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের উপদেষ্টা হায়দায় আলী, শাহিন আহাম্মেদ, রাশেদ আলম, জুয়েল রানা, মোফাজ্জেলসহ প্রমুখ। দিনব্যাপি মাস্ক, স্যাভলন সাবান, বালতিসহ খ্যাদ্যদ্রব্য বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সাথে সৈাজন্য সাক্ষাত করেন। এ সময় উপজেলা ও পুলিশ প্রশাসনকে স্যাভলন সাবান, কয়েকটি বালতিসহ মাস্ক দেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের সভাপতি।