তাপসী রাবেয়া : [২] করোনা পরিস্থিতিতে নিজ নির্বাচনী এলকার নিন্ম আয়ের কেউ যেন খাদ্য সংকটে না পরে তাই ব্যক্তিগতভাবে শরিয়তপুর-২ আসনের সখীপুর ও নড়িয়ার ২৪ টি ইউনিয়ন ঘুরে দেখেন মন্ত্রী।
[৩] তিনি জানান, উপজেলা সিভিল সার্জন, স্বাস্থ্যকর্মকর্তাদের নিয়ে আগে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর বিষয়টিও আলোচনা করা হয়।এলাকার জনগনের চিকিৎসা ব্যহত না হওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি।
[৪] পরে তার নিজ উদ্যোগে কেনা খাদ্যসামগ্রী নিয়ে নিজেই হতদরিদ্রদের বাড়ি বাড়ি পৌছে দেন। খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, সাবান ও তেল।
[৫] তিনি বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় কাজ করছেন তারা। জনগনের খাদ্য ঘাটিত পুরণে কোনো সংকট তৈরী হবে না বলেও জানান তিনি। এসময় তিনি বলেন, সরকার তার সংসদীয় আসনের জন্য ১০০ মেট্রিক টন চাল বরাদ্দের কথা জানিয়েছে তাও সুষম বন্টন করা হবে।