দেবদুলাল মুন্না : [২]এ তথ্য মিরর অনলাইনের।
[৩][বশের ওয়েবসাইটেবলা হয়েছে, দ্রুত পরীক্ষা করতে এই মেশিন নিজে নিজে সব স্যাম্পল সংগ্রহ করে প্রয়োজনে ল্যাবেও পাঠাতে পারবে।তাদের মেশিন দিয়ে ৯৫ শতাংশ সঠিক ফলাফল পাওয়া যাবে।
[৪] বশের বোর্ড চেয়ারম্যান ডা. ভলকমার ডেনার সিএনএনকে বলেন, ‘চিকিৎসকদের ঝামেলা কমাতে আমরা মেশিন তৈরি করছি। মেশিন দিয়ে ইনফ্লুয়েঞ্জা এ এবং বি রোগেরও পরীক্ষা করা যাবে।
[৫]গোটা বিশ্বে মেশিনটি পাঠানোর মতো করে তৈরির কথা বলেছে কোম্পানিটি। তবে ঠিক কবে নাগাদ এটি বাজারে পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানাননি কর্মকর্তারা। আনুমানিক কোনো দামের কথাও বলা হয়নি।