শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালিতে করোনায় আক্রান্ত ১০১ বছরের বৃদ্ধ সুস্থ হয়ে বাড়িতে!

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : [২] ইতালিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৪৭২ জনে। এছাড়া ১০ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান ১৩ হাজার ৩৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

[৩] শনিবার (২৮ মার্চ) দেশটি এক দিনেই প্রাণ হারিয়েছেন ৮৮৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭৪ জন। আর ১ হাজার ৪৩৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

[৪] এদিকে বিপর্যস্ত ইতালির চারদিকে দুঃসংবাদের মধ্যেও পাওয়া গেল ভালো খবর। করোনায় আক্রান্ত হয়ে হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০১ বছর বয়সী এক বৃদ্ধ ইতালিয়ান নাগরিক।

[৫] জানা গেছে, ১০১ বছরের ওই বৃদ্ধের বাড়ি ইতালির রিমিনিতে। মিস্টার পি নামের ওই ব্যক্তিকে ইতোমধ্যেই তাঁর পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গিয়েছেন।

[৬] রিমিনির ভাইস মেয়র গ্লোরিয়া লিসি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন , ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন ওই ব্যক্তি। গত সপ্তাহেই তাঁর শরীরে COVID-19 এর উপস্থিতি পাওয়া যাওয়াই হাসপাতালে ভর্তি করা হয়। লিসি আরও বলেন '১০০ বছরের বৃদ্ধের সুস্থ হয়ে যাওয়ার পর আমরা সবাই এখন গোটা দেশে আশার আলো দেখছি।'

[৭] লিসির কথায়, 'রোজ ঘুম থেকে উঠি খারাপ খবর শুনে। এই ভাইরাসের কবলে প্রাণ হারাচ্ছেন মূলত বয়স্ক মানুষজনই। এরই মাঝে ১০০ বছরেরও কোনও এক ব্যক্তি সুস্থ হলেন। এ যেন সত্যিই খুশির খবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়