শিরোনাম
◈ সোমবার থেকে ভোজ্যতেলের নতুন দাম: লিটারে কত বাড়ল? ◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত ◈ বিএনপির সঙ্গে মিত্রদের দূরত্ব বাড়ছে, আসন না পেয়ে ক্ষোভ ◈ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক ◈ এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার ◈ আ‌মে‌রিকার হুমকিতে আমরা ভীত নই, তা‌দের মোকা‌বিলা কর‌তে প্রস্তুত আমরা :  ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ◈ মেসি ম্যাজিকে প্রথমবার মেজর লিগ সকার কাপ জিতলো ইন্টার মায়ামি ◈ খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান ◈ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনেও মদের দোকান খোলা রাখতে বলে ভক্তদের তোপে ঋষি কাপুর

মুসফিরাহ হাবীব: [২] বলিউড তারকার এমন টুইট দেখে অবাক হয়েছেন অনেকেই৷ তার এ মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলেও মনে করছেন কেউ কেউ৷

[৩] ভারতে লকডাউনের কারণে মদের দোকান পুরোপুরি বন্ধ৷এতে করোনাভাইরাস সংকটেও সুরাপ্রেমীদের অনেকেই বিপাকে পড়েছেন সেটি স্পষ্ট। বলিউড তারকা ঋষি কাপূরও এবার লকডাউনের মধ্যেও প্রতিদিন মদের দোকান খোলার জন্য সরকারকে সুপারিশ করেছেন। তার কথায়, প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও মদের দোকান খোলা উচিত৷

[৪] নিজের দাবির স্বপক্ষে যুক্তি দিয়েও অভিনেতা বলেছেন, লকডাউনের মধ্যে পুলিশ, চিকিৎসক এবং সাধারণ মানুষকে কিছুটা চাপমুক্ত করতেই মদের দোকান খোলা উচিত৷ টুইটারে ঋষি লিখেন, 'একবার ভেবে দেখা হোক৷ প্রতিদিন সন্ধ্যায় অন্তত কয়েক ঘণ্টার জন্য হলেও অনুমোদিত মদের দোকান খুলতে দেওয়া উচিত৷ আমায় ভুল বুঝবেন না৷ এই কদিন বাড়িতে বন্দি হয়ে থেকে সবাইকে অবসাদ, অনিশ্চয়তা গ্রাস করবে৷ সবারই একটু মুক্তি প্রয়োজন৷ ব্ল্যাকে তো মদ বিক্রি চলছেই!'

[৫] ঋষির এই সুপারিশেই ভক্তরা ক্ষুব্ধ হয়ে কেউ কেউ বিষয়টি মুম্বাই পুলিশের নজরে এনে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন৷ অভিনেতা মদ ব্ল্যাক করার পক্ষে প্রচার করছেন বলেও অভিযোগ উঠেছে৷ ক্ষুব্ধ আর একজন লিখেছেন, 'বড়লোকদের ভাবনাচিন্তাই অন্যরকম৷' আর একজন টুইটার ব্যবহারকারী অভিনেতার মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলেছেন৷

[৬] অন্য একজন অভিনেতার উদ্দেশে লেখেন, “দয়া করে একটু দায়িত্বশীল টুইট করুন৷ কোভিড ১৯- এর সঙ্গে লড়াই করার জন্য এখন শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে৷ দয়া করে মদের বদলে পুষ্টিকর খাবার খাওয়ার কথা বলুন৷ আর মদ্যপান করলেই অবসাদ কাটে না৷”

  • সর্বশেষ
  • জনপ্রিয়