শিরোনাম
◈ সুখবর পেলেন দ্বৈত নাগরিকত্ব জটিলতায় ২০ প্রার্থী, কোন দলের কত জন? ◈ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৪ ◈ উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদ‌শে মুস্তাফিজ ◈ ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা, ব্যাখ্যা করলেন কারণ ◈ উড়‌তে থাকা বার্সেলোনা‌কে মা‌টি‌তে নামা‌লো রিয়াল সোসিয়েদাদ ◈ 'হ্যাঁ'র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে : আলী রীয়াজ ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে এনসিপি নেতা নাহিদ ও আসিফ ◈ ‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা  ◈ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় পরিবর্তনের প্রস্তাব ◈ ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক সমস্যা বাংলাদেশকেও গ্রাস করেছে, বললেন জিএম কাদের

শাহীন খন্দকার: [২] সরকারসহ বিত্তবান, জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানদের সাধ্য অনুযায়ী শ্রমজীবী, গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদের বিরোধীদলীয় উপনেতা সাংসদ জিএম কাদের। শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে সরকারের প্রতি দরিদ্র দিনমুজুরদের প্রয়োজনীয় সাহায্যের আবেদন করেন। যাতে করে তাদের যেনো ঘরের বাইরে যেতে না হয়।

[৩] জনগণের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, সবধরনের সামাজিক যোগাযোগ বন্ধ রেখে ঘরেই অবস্থান করুন। করোনা সংক্রমণজনিত স্বাস্থ্য সমস্যায় ভীত না হয়ে শুধু সচেতনতার মাধ্যমেই আমরা এই বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি বলে তিনি বার্তায় জানান। তিনি বলেন, করোনা সংক্রমণজনিত স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে। এর আগেও বিশ্বে এধরনের স্বাস্থ্য বিপর্যয় হয়েছে, প্লেগ-কলেরা-স্প্যানিস ফ্লু-এর মতো মহামারী মোকাবেলা করে মানব সভ্যতা টিকে আছে। এবারও আমরা করোনা দূর্যোগ মোকাবেলা করে টিকে থাকবো এই বিশ্বাস আমাদের আছে। এর জন্য প্রয়োজন ধৈর্য্য, সাহসিকতা ও সচেতনতার মাধ্যমে করোনাকে মোকাবেলা করা।

[৪] এই মুহুর্তে দেশবাসীকে নিরাপদ রাখার জন্য তাদের স্ব-স্ব অবস্থানে স্বাস্থ্য-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা সৃষ্টি করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা নিজেরাও নিরাপদ থাকবো, অন্যকেও নিরাপদ রাখার জন্য সহযোগিতা করবো। তার জন্য প্রশাসনকে আমরা সব ধরণের সহযোগিতা করতে চাই।

[৫] এসময়ে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজ এলাকায় অবস্থান করে করোনা ঝুঁকি সম্পর্কে জনগণকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্য উদ্বুদ্ধ করাসহ যে যার সামর্থ্য অনুসারে নিজ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতা করার জন্য বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়