শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক সমস্যা বাংলাদেশকেও গ্রাস করেছে, বললেন জিএম কাদের

শাহীন খন্দকার: [২] সরকারসহ বিত্তবান, জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তবানদের সাধ্য অনুযায়ী শ্রমজীবী, গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদের বিরোধীদলীয় উপনেতা সাংসদ জিএম কাদের। শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে সরকারের প্রতি দরিদ্র দিনমুজুরদের প্রয়োজনীয় সাহায্যের আবেদন করেন। যাতে করে তাদের যেনো ঘরের বাইরে যেতে না হয়।

[৩] জনগণের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, সবধরনের সামাজিক যোগাযোগ বন্ধ রেখে ঘরেই অবস্থান করুন। করোনা সংক্রমণজনিত স্বাস্থ্য সমস্যায় ভীত না হয়ে শুধু সচেতনতার মাধ্যমেই আমরা এই বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি বলে তিনি বার্তায় জানান। তিনি বলেন, করোনা সংক্রমণজনিত স্বাস্থ্য ঝুঁকি বেড়েই চলেছে। এর আগেও বিশ্বে এধরনের স্বাস্থ্য বিপর্যয় হয়েছে, প্লেগ-কলেরা-স্প্যানিস ফ্লু-এর মতো মহামারী মোকাবেলা করে মানব সভ্যতা টিকে আছে। এবারও আমরা করোনা দূর্যোগ মোকাবেলা করে টিকে থাকবো এই বিশ্বাস আমাদের আছে। এর জন্য প্রয়োজন ধৈর্য্য, সাহসিকতা ও সচেতনতার মাধ্যমে করোনাকে মোকাবেলা করা।

[৪] এই মুহুর্তে দেশবাসীকে নিরাপদ রাখার জন্য তাদের স্ব-স্ব অবস্থানে স্বাস্থ্য-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা সৃষ্টি করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা নিজেরাও নিরাপদ থাকবো, অন্যকেও নিরাপদ রাখার জন্য সহযোগিতা করবো। তার জন্য প্রশাসনকে আমরা সব ধরণের সহযোগিতা করতে চাই।

[৫] এসময়ে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজ এলাকায় অবস্থান করে করোনা ঝুঁকি সম্পর্কে জনগণকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্য উদ্বুদ্ধ করাসহ যে যার সামর্থ্য অনুসারে নিজ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতা করার জন্য বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়