শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে হোম কয়ারেন্টাইন মানছে না ঢাকা থেকে আগতরা

সোহাগ হোসেন, মির্জাগঞ্জ প্রতিনিধি : [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে ঢাকা থেকে আগতরা হোম কোয়ারান্টাইনে না থেকে অবাদে চলাচলের অভিযোগ পাওয়া গেছে। করোনা ভাইরাসের সংক্রমন বিস্তার রোধে ২৬ মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর থেকেই ঢাকা থেকে মানুষ ছুটছে গ্রামে।

[৩] ফলে শহর থেকে গ্রামে সংক্রমন বিস্তারের আশঙ্কায় বিদেশ ফেরত প্রবাসীদের মত ঢাকা থেকে আগতদের ও প্রশাসনিকভাবে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্ত মির্জাগঞ্জে তার উল্টো চিত্র। ঢাকা থেকে আগতরা মনে হচ্ছে ঈদের ছুটিতে বেড়াতে এসেছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে আবাদে ঘোরাঘুরিসহ চায়ের দোকানে আড্ডা দিচ্ছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।

[৪] শনিবার সরেজমিনে, উপজেলার থানা সংলগ্ন কপালভেড়া এলাকায় দেখা মিলে ভবোতোশ নামে এক ব্যাক্তি ঢাকা থেকে আগতের সাথে। কপালভেড়া এলাকায়ই তার বাড়ি। তার সাথে কথা হলে বলেন, আমি ঢাকার মিরপুর-১ এ ছিলাম। সব কিছু বন্ধ তাই ২দিন আগে বাড়িতে এসেছি। ওই এলাকার লোকজন বলে ভবোতোশ মিরপুর যে লোকটা ভাইরাসে মারা গেছে তার পাশেই থাকতো। সে গ্রামে এসেছে তার শরীরে ও তো করোনা থাকতে পারে। তা থেকে আমাদের গ্রামবাসী সহ পুরো উপজেলায় এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সে ঘরে না থেকে বাহিরে ঘোরাঘুরি করছে। আমরা খুবই আতঙ্কে আছি।

[৫] এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এভাবে উপজেলার ৬টি ইউনিয়নের সাধারন মানুষ আতঙ্কে রয়েছে। মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, বিদেশ ফেরত বা ঢাকা থেকে আগত যদি কেউ হোম কোয়ারেন্টাইন না মেনে আবাদে চলাচল করে তাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

[৬] এব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন জানান, ঢাকা থেকে আগতদের মাধ্যমে গ্রামে ভাইরাস বিস্তার ঘটাতে পারে। তাই বিদেশ ফেরতের মতো তাদের ও হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। এছাড়া ও ভাইরাস প্রতিরোধে প্রয়োজন ব্যতিত সর্বসাধারণকে বাহির না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়