লাইজুল ইসলাম : [২] করোনায় প্রথম মৃত্যু ১৮ মার্চ, তাকে দাফন করা হয়েছে রাজধানীর আজিমপুর কবরস্থানে।
[৩] ২১ মার্চ টোলারবাগে মারা গেছেন যিনি, তাকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
[৪] ২২ মার্চ কেউ মারা যাননি। পরিদনে ২৩ মার্চ বিফ্রিংয়ে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, একজন মারা গেছেন। তবে তার বিষয়ে আর কোনো বিস্তারিত তিনি বলতে চাননি। ২৪ মার্চ আরো একজন মারা জান করোনা আক্রান্ত হয়ে।
[৫] এখন পর্যন্ত সর্বশেষ মৃত্যু ২৫ মার্চ। অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান, ডা. সেব্রিনা। সূত্র মতে, মৃত ৫ম ব্যক্তিকে রাজধানীল গোড়ানে দাফন করা হয়।
[৬] ২৩ ও ২৪ মার্চ মারা যাওয়া দুজনের একজনকে ঢাকা ও একজনকে গাজীপুর দাফন করা হয়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব