শিরোনাম
◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’ ◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ ◈ আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি ◈ ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ ◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীনগরে বাকপ্রতিবন্ধী নারীর আত্মহত্যা

রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :[২] শ্রীনগরে বখাটের অত্যাচার সহ্য করতে না পেরে এক বাকপ্রতিবন্ধী নারী আতœহত্যা করেছে। শুক্রবার দুপুরে ওই নারীকে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
[৩] পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মুন্সীরহাটি গ্রামের রফিক মিয়ার বখাটে ছেলে শরিফ(৩২) পার্শ্ববর্তী  ষোলঘর গ্রামের সিংহের মাঝিপাড়া এলাকার মৃত হাফেজ শেখের বাক প্রতিবন্ধী মেয়ে শিউলী (৩৮) কে প্রায়ই প্রেম নিবেদন করে উত্যক্ত করতো। শরিফ গত বুধবার রাত ৯টার দিকে শিউলীর ঘরে প্রবেশ করে। এসময় শিউলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে শরিফ তার পায়ের জুতা রেখে পালিয়ে যায়। পরদিন দুই পক্ষ স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিক মেম্বারের বাড়িতে গিয়ে বিচার দাবী করে। শিউলী আকার ইঙ্গিতে শরিফের খারাপ আচরণের বিষয়টি তুলে ধরে। এসময় রফিক মেম্বার বখাটে শরিফকে পুনরায় এই গ্রামে দেখা গেলে উপযুক্ত বিচার করা হবে বলে শাসিয়ে দেয়। ওই বাড়ি থেকে বের হয়ে শিউলী নিজ বাড়িতে যাওয়ার পথে বখাটে শরিফ তাকে ইট দিয়ে আঘাত করে। শিউলী এর অপমান সইতে না পেরে শুক্রবার সকালে প্রথমে কীটনাশক পান করে ও পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন মূমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
[৪]শিউলীর বড় ভাই ষোলঘর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহ আলম বলেন, আমি ঢাকায় ছিলাম। মেম্বার বিষয়টি আমাকে জানাতে পারতো। সে একাই সমাধান দিয়েছে বলে শুনেছি।
এ ব্যাপারে ষোলঘর ইউপি সদস্য মোঃ রফিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, উভয় পক্ষ আমার বাড়িতে এসে বিচার দাবী করলে আমি শরিফকে শাসিয়েছি। কোন সালিশ হয়নি।
[৫] শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়