মনিরুল ইসলাম : [২] পিপিই, মাস্ক হ্যান্ডওয়াশ, ওষুধপত্র যেসব কারখানায় উৎপাদন করছে , সেসব কলকারখানার মালিকদের শ্রমিকের প্রয়োজনীয় সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে চালু রাখতে পারবেন বলে গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে।
[৩] এতে বলা হয়, যেসব রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক ক্রয় আদেশ বহাল রয়েছে এবং করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অপরিহার্য পণ্য উৎপাদনের কার্যক্রম চলমান, সেসব কলকারখানা শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে প্রয়োজনে চালু রাখতে পারবে। এ বিষয়ে বিজিএমইএ সব ধরনের সহযোগিতা করবে।