শিরোনাম
◈ বড় সুখবর প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ◈ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় করোনায় হাসপাতাল রোগী শূন্য, নার্সদের নেই পিপিই

নওগাঁ প্রতিনিধি: [২] করোনা আতঙ্কে নওগাঁ সদর হাসপাতালে কমেছে রোগী। হাসপাতালের মেডিসিন বিভাগের-নারী ও পুরুষ ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড এখন অনেকটাই ফাঁকা। ২৫০ শর্য্যা বিশিষ্ট এ হাসপাতালে এক সময় যেখানে রোগীদের জায়গা থাকতো না। এখন তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বলতে গেলে নার্সরাও অলস সময় পার করছেন।

[৩] তবে করোনা আতঙ্কে নার্সরা এক প্রকার ক্ষোভ প্রকাশ করে বলেন-করোনায় ডাক্তারদের যেভাবে সুরক্ষিত পোশাক ও অন্যান্য উপকরণ দেয়া হয়েছে সে তুলনায় আমাদের কিছুই দেয়া হয়নি। আতঙ্কের মধ্য দিয়েই রোগীদের সেবা দিতে হচ্ছে।

[৪] নওগাঁ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ থেকে ২৫ মার্চ (এক সপ্তাহ) পর্যন্ত হাসপাতালের মেডিসিন বিভাগে পুরুষ ওয়ার্ডে ৬৭ জন, মহিলা ১৩০ জন ও শিশু ওয়ার্ডে ১৩০ জন চিকিৎসা নিয়েছেন। ২৫ মার্চ থেকে ভর্তি রয়েছে-মেডিসিন বিভাগে পুরুষ ওয়ার্ডে ৮জন, মহিলা ওয়ার্ডে ১০জন এবং শিশু ওয়ার্ডে ৬ জন। তারা সবাই জ্বর, সর্দি ও দূর্ঘটনার রোগী।

[৫] হাসপাতালের জরুরী বিভাগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দেখা যায় গাইনি চিকিৎসক ডা: সুলতানা আফরোজ রুমি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরে চিকিৎসা দিচ্ছেন। জরুরী বিভাগের ঘরের ভিতের ঢুকতে দরজার সামনে দুটি চেয়ারে দড়ি টানা দেয়া আছে। পাশেই রাখা হয়েছে রোগী বসার চেয়ার। সেখানে থেকে পাঁচ ফুট দুরে বসে তিনি রোগীদের কাছ থেকে শুনে ব্যবস্থাপত্র করে দিচ্ছেন।

[৬] হাসপাতালের ভিতরে ওয়ার্ডে গিয়ে দেখা অর্থোপেডিক ওয়ার্ডে ১২টি বেডের মধ্যে ১টি বেডে সড়ক দূর্ঘটায় আহত হয়ে বুধবার বিকেলে থেকে চিকিৎসা নিচ্ছে আসাদুল হাকিম নামে এক রোগী। এছাড়া মেডিসিন পুরুষ ওয়ার্ডে ১২ বেডের মধ্যে ৩টি বেডে রোগী আছে। যে হাসপাতাল এক সময় রোগীদের আনাগোনায় ব্যস্ত থাকত। এখন সেই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। বলতে গেলে করোনা আতঙ্কে হাসপাতাল রোগী শুন্য। শুনশান নিরবতা।

[৭] হাসপাতালের নার্সের সুপারভাইজার জাহানারা খানম বলেন, হাসপাতালের নার্সের সংখ্যা ৬৫ জন। গত কয়েকদিন আগে কয়েকজনকে মাস্ক দেয়া হয়েছে। অনেকে নিজেরাই কিনে নিয়েছে। এখনো সাবান, হ্যান্ডওয়াস, গেøাবস দেয়া হয়নি। আমাদের মুল্যায়ন করা হচ্ছে না। অথচ ডাক্তারের পরেই আমাদের স্থান। আমাদেরকে সম্পূর্ন হাসপাতালে সেবা দিতে হয়। ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেয়া হয়েছে। ডাক্তাররা দুর থেকেই রোগী দেখছেন। কিন্তু আমাদেরকে রোগীর কাছ থেকে সেবা দিতে হয়। আমরা তো ঝুঁকির মধ্যে আছি। বৈষম্যে শিকার হতে হচ্ছে আমাদের নার্সদের। করোনা আতঙ্কের পর থেকে গত ৩দিন থেকে হাসপাতলে রোগী কমতে শুরু করেছে।

[৮] নওগাঁ সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: মুমিনুল হক বলেন, চাহিতার তুলনায় অপ্রতুল। আমরা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ১০০ সেট, চশমা ১০০টি, হেকসাসোল ৫০ ও ১০০ এমএল ৬০ বোতল, গ্লাবস ৪০০ পিস, মাস্ক ১০০ পিস পেয়েছি। গত কয়েকদিন আগে আমরা এসব উপকরণ পেয়েছি।

[৯] হাসপাতালে ডাক্তারের পদসংখ্যা রয়েছে ৪২জন হলেও কর্মরত রয়েছে ২২ জন। হাসপাতালে কর্মরত সকল ডাক্তারদের পিপিই দেয়া হয়েছে। নার্সদের জন্য আমরা পর্যাপ্ত মাস্ক দিতে পারিনি। যারা ডিউটিতে থাকবে তাদের জন্য কিছু মাস্ক দেয়া হয়েছে। এছাড়া সাবান দেয়া হয়েছে। আরো চাহিদা পাঠানো হয়েছে।

[১০] নওগাঁ সিভিল সার্জন ডা: আখতারুজ্জামান আলাল বলেন, করোনা রোগিদের প্রয়োজনীয় চিকিৎসা এবং সেবা প্রদানের জন্য চিকিৎসক ও নার্সদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য বিভিন্ন সরঞ্জাম সরবরাহ এসেছে। এসব সামগ্রী জেলার ১০টি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে বিতরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়