শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমজীবী মানুষদের সহায়তা করতে রাস্তায় জাতীয় দলের ফুটবলার বিপলু ও আরিফ

নিজস্ব প্রতিবেদক : [২] করোনার দুর্যোগ থেকে মানুষ আশ্রয় নিচ্ছে যার যার ঘরে। আর এতে বিপদে পড়েছে সমাজের খেটে খাওয়া মানুষেরা। দেশব্যাপী অনেকেই অনেকভাবে তাদের জন্য সাহায্য নিয়ে এগিয়ে আসছেন। এবার সেই কাতারে নাম লেখালেন জাতীয় দলের দুই ফুটবলার বিপলু আহমেদ ও আরিফুর রহমান।

[৩] গত দুদিন এক ধরনের লকডাউনে আছে বাংলাদেশ। প্রিমিয়ার লিগ বন্ধ থাকায় এই মুহূর্তে সিলেটে নিজের বাড়িতেই সময় কাটছে বসুন্ধরা কিংসের ফুটবলার বিপলুর। কুমিল্লায় আছেন আরিফুর। দুস্থদের পাশে এসে দাঁড়ানোর উদ্যোগটা প্রথমে নেন বিপলু। সিলেট শহরের বিভিন্ন রিকশাওয়ালার হাতে তুলে দেন চাল, ডাল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের একটি করে প্যাকেট। এরপর সেই ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন।

[৪] বিপলুর এমন উদ্যোগ দেখে উৎসাহিত হন জাতীয় দলের সতীর্থ আরিফুর। কুমিল্লার বিবিরবাজারে নিজের বাড়ির আশপাশের দরিদ্র লোকদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করেন তিনি। এরপর শহরের বিভিন্ন রিকশাওয়ালার হাতে তুলে দেন এমন সহায়তা।

[৫] সমাজের অসহায় মানুষকে সাহায্য করতে পেরে খুশি বিপলু, আমাদের সবার প্রতিপক্ষ এখন করোনা। এমন বিপদের দিনে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তাদের জন্য বিষয়টা বেশি কষ্টকর। এ জন্য আমি নিজের দায়িত্ব থেকেই এটা করেছি। অসহায় কিছু মানুষের সাহায্য করতে পেরে ভালো লাগছে।

[৬] সাইফ স্পোর্টিংয়ের আরিফুর বলেন, বিপলুর ভিডিও দেখেই ভাবলাম এই কাজ তো আমিও করতে পারি। এরপর স্থানীয় কয়েকজন বন্ধু ও ফুটবলারদের সঙ্গে নিয়ে আশপাশের দরিদ্র লোকদের খাবার দিয়েছি। একজন বয়স্ক রিকশাওয়ালা তো বলেই দিলেন, সারা দিনে সে একটা টাকাও রোজগার করতে পারেনি। এই খাবারে তার অনেক উপকার হয়েছে।

[৭] রাস্তায় নেমে মানুষের হাতে খাবার তুলে দেয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করেছেন ফুটবলাররা। পাশাপাশি তাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সতীর্থ দুজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়