শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক দিনের ব্যবধানে বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

আরএইচ রফিক,বগুড়া : [২] বগুড়ার শেরপুরে এক দিনের ব্যবধানে পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হবার খবর মিলেছে।২৬ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কে ছোনকা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

[৩] নিহতরা হলেন- মাইক্রোবাস চালক কক্সবাজারের রমিজ আহম্মেদের ছেলে মজিবুর রহমান (৩৩) এবং শেরপুরের ছোনকা দক্ষিণপাড়ার মৃত আরজ আলী ছেলে আজগর আলী (৫৬)।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে মেরপুরের জাতীয় মহাসড়কে ছোনকা বাজার এলাকায় র ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত মুখি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে এই দুর্ঘটনার কিছু ক্ষন পর পরই একই এলাকায় একটি বাসকে সাইড দিতে গিয়ে ঢাকাগামী একটি বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় বাঁশের নিচে চাপা পড়েন পথচারী আজগর আলী (৫০)নামের এক ব্যাক্তি। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করেন। উল্লেখ্য মাত্র এক দিনের ব্যবধানে শেরপুর এলাকায় পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত এবং কমপক্ষে ২০জন আহত হয় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়