শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক দিনের ব্যবধানে বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২

আরএইচ রফিক,বগুড়া : [২] বগুড়ার শেরপুরে এক দিনের ব্যবধানে পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হবার খবর মিলেছে।২৬ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কে ছোনকা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

[৩] নিহতরা হলেন- মাইক্রোবাস চালক কক্সবাজারের রমিজ আহম্মেদের ছেলে মজিবুর রহমান (৩৩) এবং শেরপুরের ছোনকা দক্ষিণপাড়ার মৃত আরজ আলী ছেলে আজগর আলী (৫৬)।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে মেরপুরের জাতীয় মহাসড়কে ছোনকা বাজার এলাকায় র ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত মুখি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে এই দুর্ঘটনার কিছু ক্ষন পর পরই একই এলাকায় একটি বাসকে সাইড দিতে গিয়ে ঢাকাগামী একটি বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় বাঁশের নিচে চাপা পড়েন পথচারী আজগর আলী (৫০)নামের এক ব্যাক্তি। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করেন। উল্লেখ্য মাত্র এক দিনের ব্যবধানে শেরপুর এলাকায় পৃথক ২টি সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত এবং কমপক্ষে ২০জন আহত হয় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়