শিরোনাম
◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক? ◈ ফুটবল নি‌য়ে তৃণমূ‌লে অসাধারণ কা‌জের জন‌্য এএফসির পুরস্কার পেলো বাফুফে

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের কালকিনিতে অপ্রয়োজনে রাস্তায় বের হলেই গুনতে হচ্ছে জরিমাণা

নাজমুল হোসেন, কালকিনি প্রতিনিধিঃ [২] করোনাভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বেশ কয়েকদিন যাবৎ সাধারণ মানুষদের ঘর থেকে বাহিরে বের না হওয়ার জন্য মাইকিংসহ বিভিন্নভাবে অনুরোধ জানিয়ে আসছেন।

[৩] কিন্তু এ নির্দেশকে উপেক্ষা করে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় অপ্রয়োজনে ঘুরে বেড়াচ্ছেন।তাই বিষয়টি নজরে আসলে এ সকল মানুষদের জরুরী ভিত্তিতে নিজ-নিজ ঘরে ফেরাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এই মুহুর্তে কঠোর ভুমিকায় অবতীর্ণ হয়েছেন।

[৪] আজ বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে, কালকিনি ও ডাসার থানা পুলিশের যৌথ সহযোগীতায় উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় যে সকল লোকজনকে বাহিরে ঘোরাফেরা করতে দেখা গেছে তাদেরকে পুলিশ গণহারে পিটুনি দিয়েছেন এবং যারা মোটরসাইকেলসহ বিভিন্ন যান নিয়ে চলাচল করছেন তাদেরকেও ধরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

[৫] ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা ও ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, কিছু মানুষ ঘরে না থেকে অপ্রয়োজনে রাস্তা ঘাটে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। তারা কোন মতেই প্রশাসনের নির্দেশ মানছেন না। তাই আমরা জনস্বার্থের দিক বিবেচনা করে তাদেরকে পিটিয়ে ঘরে ফেরাতে বাধ্য করছি।

[৬] এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,আমরা এ পর্যন্ত ২০ জনকে জরিমানা করেছি।মানুষদের ঘরে ফেরাতে প্রয়োজনীয় সকল প্রকার আইনী ব্যবস্থা গ্রহণ করবো। সাধারণ মানুষকে নিরাপদে রাখতে সবকিছুই করবো আমরা।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়