শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্থিক ক্ষতি পোষাতে বেতন কাটতে চায় বার্সেলোনা, নিজেদের সিদ্ধান্তে বিভক্ত ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসে কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। কোনো দেশেই কোনো ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে দলগুলোর আয় কমেছে। বিশেষ করে জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোতে। আর্থিক ক্ষতি পোষাতে কোনো কোনো দল বিশেষ পদক্ষেপও নিচ্ছে। স্পেনের ক্লাব বার্সেলোনা ফুটবলারদের বেতন কাটার আলোচনা শুরু করেছে।

[৩] ক্লাবের এমন পরিকল্পনার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে খেলোয়াড়দের মধ্যে। এরই মধ্যে তিন ভাগে বিভক্ত হয়ে গেছে বার্সেলোনার ড্রেসিংরুম। তবে তাদের প্রত্যেকেরই রয়েছে যথাযথ কারণ। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তোর বরাত দিয়ে ইংলিশ দৈনিক ডেইলি মেইল প্রতিবেদন প্রকাশ করেছে এ বিষয়ে।

[৪] বার্সেলোনার ড্রেসিংরুমের প্রথম ভাগ এমন প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। ক্লাবের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য নিজেদের বেতন ছাড়তে রাজি নন প্রথম ভাগের খেলোয়াড়রা। দ্বিতীয় ভাগে থাকা খেলোয়াড়রা বিনা বাক্য ব্যয়ে রাজি হয়েছেন এমন প্রস্তাবে। আর তৃতীয় ভাগে থাকা খেলোয়াড়রা বুঝতে পারছেন না, এমন অবস্থায় তাদের কী সিদ্ধান্ত নেয়া উচিৎ।

[৫] করোনার কারণে বার্সার জাদুঘর ও ক্লাবের সুপার শপগুলো বন্ধ রয়েছে। যা তাদের আয়ের অন্যতম বড় উৎস। গত বছর জাদুঘর থেকে ৫৫০ কোটি এবং দোকনগুলো থেকে ৮০০ কোটি টাকা আয় করেছিলো কাতালানরা। এ বছর তার অর্ধেকও হবে না বলে আশঙ্কা করছে ক্লাব কর্তৃপক্ষ।

[৬] দলগুলোর খেলোয়াড় এবং স্টাফদের বছরে ৬ হাজার কোটি টাকা বেতন দিতে হয় বার্সাকে। এর মধ্যে ফুটবলাররাই পান ৪ হাজার ৬০০ কোটি টাকার বেশি।

[৭] করোনাভাইরাসের প্রকোপ এখন ইতালির পর সবচেয়ে বেশি দেখা দিয়েছে স্পেনে। এখন পর্যন্ত স্পেনে প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্ত, মৃত্যুবরণ করেছেন ৩৬৪৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়