শিরোনাম
◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধিঃ[২] লালমনিরহাটের হাতীবান্ধা ওসি এলএসডি কাইয়ুম খানের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ কর্তৃপক্ষ বরাবরে করা হলেও তিনি চাকুরী করছেন বহাল তবিয়তে। তার খুঁটিরজোর কোথায় এমন প্রশ্ন অভিযোগকারীদের।

[৩] হাতীবান্ধা উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আব্দুল করিম বলেন, ২৫ মার্চ'২০২০ (বুধবার) হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ওসি এলএসডি কাইয়ুম খানের বিরুদ্ধে চুক্তিবদ্ধ ছাটাইয়ে জন্য দেয়া ধানে ওজনে কম দিচ্ছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি। এছাড়াও গত ২৬ ফেব্রুয়ারি ওই কর্মকর্তার বিরুদ্ধে রংপুর আঞ্চলিক কর্মকর্তার নিকট চাল সংগ্রহে নানা অনিয়ম ও দুর্নীর্তির লিখিত অভিযোগ করা হয়েছে। এতে উপজেলার ৩৮ জন চাল মালিক ওই অভিযোগ পত্রে স্বাক্ষর করেছিলেন। এছাড়াও চলতি আমন ধান সংগ্রহে কৃষকদের নিকট থেকে উৎকোচ ও হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ থাকলেও তার কিছুই হচ্ছেনা। আমরা এসব বিষয়ে তদন্ত করে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবী করছি। এ বিষয়ে হাতীবান্ধা ওসি এলএসডিকে তার ব্যক্তিগত মোবাইলে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। অফিসে গিয়ে তার কক্ষ তালাবন্ধ দেখা যায়।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন অভিযোগের সত্যতা শিকার করে বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়