ইসমাঈল আযহার: [২] ভারতে ‘লকডাউন’ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে গোরক্ষপুর জেলার সোগাহুরা গ্রামের এক নারীর প্রসব যন্ত্রণা ওঠলে সঙ্গে সঙ্গে গোরক্ষপুর শহরের মহিলা হাসপাতালে ভর্তি করেন। ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই জন্ম দেয়া কন্যাসন্তানের নাম রাখা হয় করোনা। ডেইলি জাং, নিউজ ১৮ উর্দু, এক্সপ্রেস নিউজ
[৩] নবজাতকের চাচা নিতেশ ত্রিপাথি বলেন, করোনা ভাইরাস বিশ্বে ঐক্যসাধন করেছে আর তাই এই নাম রাখা হয়েছে। এমন নাম রাখার আগে ওই নবজাতকের মায়ের অনুমতি নেয়া হয়েছে। এ নিয়ে কোন সন্দেহ নেই যে এই ভাইরাস বিপজ্জনক এবং বিশ্বে অনেক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে কিন্তু এটি অনেক ভালো অভ্যাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই শিশু শত্রুর মোকাবিলায় মানুষের সংগ্রামের প্রতীক হয়ে থাকবে।
[৪] ভারতে আজ বুধবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫৬২ জন। তাঁদের মধ্যে ৫১৯ জন ভারতীয় এবং ৪৩ জন বিদেশি। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।