রাশিদ রিয়াজ : [২] গত বছরের চেয়ে এবার আমিরাতের ব্যাংকগুলোতে সম্পদের পরিমান ৬.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির সর্বকালের রেকর্ড পরিমান ব্যাংক সম্পদ স্থানীয় মুদ্রায় বৃদ্ধি পেয়েছে ৩.০৯৫ ট্রিলিয়ন এইডি। গত বছর ফেব্রুয়ারিতে এ বৃদ্ধির পরিমান ছিল ২.৯০৯ ট্রিলিয়ন এইডি। এ্যারাবিয়ান বিজনেস
[৩] আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকগুলোর আমানত বৃদ্ধি পেয়েছে ১.৮২৮ ট্রিলিয়ন এইডি। আমানত বৃদ্ধির হার হয়েছে ৩.৪ শতাংশ। গত বছর আমানত বৃদ্ধি হয়েছিল ১.৭৬৮ ট্রিলিয়ন এইডি। ডব্লিউএএম
[৪] ব্যাংকের কাছ থেকে ঘরোয়া ঋণ বৃদ্ধি পেয়েছে গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ১.৫২৪ থেকে এবছর ফেব্রুয়ারিতে ১.৫৭১ ট্রিলিয়ন এইডি। বেসরকারি খাতে এ ঋণের পরিমান হচ্ছে ১.১৪ ট্রিলিয়ন এইডি।
[৫] আমিরাতের ব্যাংকগুলোতে মোট বিনিয়োগ গত ফেব্রুয়ারিতে ৪০৯.৬ বিলিয়ন এইডি যা গত বছর একই সময়ের তুলনায় ১৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং তা ছিল ৩৫৮.৪ বিলিয়ন ডলার।