আসিফুজ্জামান পৃথিল : [২] এই চিকিৎসক কিছুদিন আগেই জার্মান চ্যান্সেলরকে একটি টিকা দিয়েছিলেন। স্কাই, ডয়েচে ভেলে
[৩] রোববার একটি সংবাদ সম্মেলনের পরপরই সেই চিকিৎসকের কথা জানতে পারেন মেরকেল। এরপর সঙ্গে সঙ্গে কোয়ারান্টাইনে চলে যান বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন সেইবার্ট।
[৪] সেবার্ট জানান, গত শুক্রবার নিউমক্কাল ইনফেকশান এর একটি টিকা নেন মেরকেল।
[৫] কোভিড-১৯ এর পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত বাড়ি থেকেই কাজ করবেস মেরকেল।
[৬] রোববারের সংবাদ সম্মেলনে মেরকেল কাজের বাইরে দুইজনের বেশি ব্যক্তির সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
[৭] এর আগে রোববারই প্রথম মার্কিন সিনেটর হিসেবে কোভিড-১৯ এ আক্রান্ত হন র্যান্ড পল।