তন্নীমা আকতার : [২] রোববার ৩০ বছর বয়সী ওই চিকিৎসকের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। তিনি মিরপুরের টোলারবাগের এক করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা করেছিলেন।তিনি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।
[৩] এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ডক্টর'স ফাউন্ডেশনের প্রধান প্রশাসক ডা. নিরুপম দাস সংবাদমাধ্যমকে জানান, রোববার ওই চিকিৎসকের ভাইরাস ইনফেকশনের প্রতিবেদন এসেছে। বর্তমানে রাজধানীর বাসাবো এলাকায় নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। দ্রুতই তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেয়া হবে।
[৪] এর আগে ডেল্টা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ৪ জন চিকিৎসক, ১২ জন নার্স এবং ৩ জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসায় নিয়োজিত ছিলেন তারা।