ফজলুল হক, কালিয়াকৈর প্রতিনিধি: [২] এই অভিযানে উপজেলার সফিপুর ও জামালপুর বাজারে ভ্রাম্যমান আদালত শনিবার দুপুরে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
[৩] ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন।
[৪] এসময় বাজারের সহিদের চালের দোকানকে ৩০ হাজার, ছমু চালের দোকানকে ৩০ হাজার, নুরু চালের দোকানকে ৩০ হাজার, কাজেম ও রফিকের কাঁচামালের দোকানকে ২৫ হাজার,আব্বাসের কাঁচামালের দোকানকে ১০ হাজার, বাবু বেপারীর দোকানকে ২৫ হাজার সোহেলের দোকানকে ৫ হাজার টাকাসহ ১০ ব্যবসাপ্রতিষ্ঠানক ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
[৬] উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
[৭] আদালত পরিচালনায় সহযোগীতা করেন কালিয়াকৈর থানার (ওসি) তদন্ত মোঃ সানোয়ার জাহান ও ওসি (অপারেশন) মোঃ মনিরুজ্জামান। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী