শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদের ২২-২৩ মার্চের বিশেষ অধিবেশন স্থগিত হবার সম্ভাবনা নেই, জানালেন সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

মনিরুল ইসলাম : [২] তিনি বলেন, বিশেষ অধিবেশনের প্রস্তুতি চূড়ান্ত । সকাল ১১টায় অধিবেশন বসবে। কোরআন তেলাওয়াতের পর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে আমন্ত্রণ জানানো হবে বিশেষ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর স্মরণীয় বক্তব্য রাখার জন্য।

[৩] নূর-ই-আলম চৌধুরী এ প্রতিবেদককে বলেন, রাষ্ট্রপতির ভাষনের ওপর সাধারল আলোচনা অনুষ্ঠিত হবে। বিশেষ করে সরকারি দলের সিনিয়র সদস্যরা যারা সরাসরি বঙ্গবন্ধুর সঙ্গে জড়িত ছিলেন তারা আলোচনায় অংশ নিবেন।

[৪] তিনি জানান, সরকারি দলের ৮০/৯০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষনের ওপর আলোচনায় শরিক হবেন। । দু’দিনে মোট ১২ ঘণ্টা আলোচনার হবে।

[৫] এদিকে, বিরোধী দলীয় চীফ হুইপ জাতীয় পার্টির মো মসিউর রহমান রাঙ্গা জানান, জাপা রাষ্ট্রপতির ভাষন আলোচনায় অংশ নিবে। কারা কারা বক্তব্য রাখবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ৫/৭ জন আলোচনায় অংশ নিবেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ওপর ঐতিহাসিক আলোচনায় আমরা অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি।

[৬] চাঁপাইনবাবগঞ্জ-৩ থেকে নির্বাচিত বিএনপির সংসদীয় দলের মো. হারুনুর রশীদ এ প্রতিবেদককে বলেন, আমরা চাই বিশেষ অধিবেশন স্থগিত করা হউক। করোনার প্রভাব কমে আসলে সুবিধাজনক সময়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হউক। আমরা এতে অংশ নিয়ে রাষ্ট্রপতির ভাষনের ওপর আলোচনা করতে চাই।

[৭] একটি সূত্র জানায়, সরকারি দলের সিনিয়র নেতারা কে কি বিষয়ে রাষ্ট্রতির ভাষনের ওপর বক্তব্য রাখরেন তা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরার্মশ দিচ্ছেন। জানা যায়, আমির হোসেন আমু যুক্তফ্রন্ট নির্বাচন নিয়ে ২০ মিনিট বক্তব্য রাখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়