রাশিদ রিয়াজ : [২] মিশেল বার্নিয়ার নিজেই টুইটে বিষয়নি নিশ্চিত করেছেন। সিএনএন
[৩] করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার পর মিশেল জানান সবধরনের সতর্কতা তিনি অবলম্বন করেছিলেন। তিনি এখনো ভাল আছেন, কাজও করছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।
[৪] টুইটে মিশেল আরো জানান, আপাতত বিচ্ছিন্ন থাকলেও খুব শীঘ্রই তিনি তার টিমের সঙ্গে ফের কাজ শুরু করবেন বলে আশা করছেন।
[৫] মিশেল তার লেখা পরিবেশের হুমকির ওপর বই ‘ইচ ফর অল’ সবাইকে পড়তে বলেন যেখানে করোনাভাইরাসের মত সংকট মোকাবেলা কিভাবে করতে হবে তার নির্দেশনা রয়েছে।