রাশিদ রিয়াজ : [২] মার্চের প্রথম সপ্তাহে বিশ্বের নামকরা এ ফ্যাশন হাউজের বিক্রি ২৪.১ শতাংশ কমে যায়। অথচ বসন্ত ও গ্রীষ্ম মৌসুমে জারা’র পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ছিল ২৮৭ মিলিয়ন ইউরো। ডেইলি মেইল
[৩] জারা’র প্যারেন্ট কোম্পানি ইনডিটেক্স বলছে তারা এবার শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারছে না।
[৪] ডাচেস অব কেমব্রিজ জারা’র পোশাক পরিধান করেন। বিশে^র নামকরা মডেল ও চলচ্চিত্র তারকা ছাড়াও ধনী ও অভিজাত শ্রেণির কাছে এ ফ্যাশন হাউজের পোশক নজরকাড়া ও এক অভিন্ন মানে বহন করে। ইউরোপ, আমেরিকা ছাড়াও বিশেষ করে মধ্যপ্রাচ্যে জারা’র বিশাল বাজার রয়েছে।
[৫] তবে ব্রিটেনে জারা’র কোনো শো’রুম এখনো বন্ধ হয়নি। আবার স্পেনে জারা’র শো’রুমগুলো বন্ধ হলেও চীনে ফ্যাশন হাউসটির শো’রুমগুলো এখনো খোলা রয়েছে।