সোহেল হোসাইন, মানিকগঞ্জ প্রতিনিধি :[২] নির্দেশনা ভঙ্গ করে বাড়ির বাইরে ঘোরা ফেরার কারণে মানিকগঞ্জের শিবালয়ে এক ইরাক ফেরত ব্যক্তিকে ৫ হাজার টাকা এবং বিধি ভঙ্গ করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে সিংগাইরের দুটি কোচিং সেন্টারের ৪জন শিক্ষককে ৭দিন করে কারাদণ্ড এবং আরেকজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
[৩] গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৬৩জন। এনিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে প্রবাসীদের সংখ্যা বেড়ে হয়েছে ৫০৩।
[৪] তবে ১৪ দিনের পর্যবেক্ষণের কোন উপসর্গ না থাকায় গত ২৪ ঘন্টায় ১৮জনসহ ৯৯জনকে সেখান থেকে অবমুক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলায় ৪০৪জন হোম কোয়ারেন্টাইনে আছে বলে জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ। সম্পাদনা : রাকিবুল