শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে আশ্বস্ত করেছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : [১]  পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য বেসরকারি খাতের ব্যাংকগুলো বিনিয়োগের বিষয়ে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও তাদের সাধ্যমতো পুঁজিবাজারকে সহায়তা করবে। তাছাড়া বাংলাদেশ ব্যাংকও এক্ষেত্রে সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। গতকাল তিনি পুঁজিবাজার ও আর্থিক খাতের উন্নয়নের লক্ষ্যে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন। বণিক বার্তা

[১]  সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. মনিরুজ্জামান, বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, এবিবির চেয়ারম্যান আলী রেজা মো. ইফতেখার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেনসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

[১]  সভা শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণে কিছু করার জন্য আজকে (গতকাল) আমরা আলোচনায় বসেছিলাম। ব্যাংকাররা আমাদের আশ্বস্ত করেছেন, তারা পুঁজিবাজারে বিনিয়োগ করবেন। বাংলাদেশ ব্যাংকও আমাদের সাপোর্ট দিচ্ছে। পুঁজিবাজারকে ঠিক জায়গায় রাখার জন্য বেসরকারি ব্যাংকসহ সব সরকারি ব্যাংক যথাসাধ্য চেষ্টা করবে বলে আমাদের আশ্বাস দিয়েছে।

[১]  করোনাভাইরাস আতঙ্কে বিনিয়োগকারীরা ১০ টাকার শেয়ার ৫ টাকায় বিক্রি করে দিচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে এখন করোনাভাইরাস নিয়ে যে আতঙ্ক বিরাজ করছে, তা আমাদের কারোর হাত নেই। এ সংকটের সময়ে কীভাবে বাজারকে সহায়তা দিয়ে গতিশীল রাখা যায়, সে চেষ্টা করতে হবে। কেউ যাতে আতঙ্কিত হয়ে কম দামে শেয়ার বিক্রি করে চলে না যায়, সেই অনুরোধ রইল। এ অবস্থা বেশি দিন থাকবে না। শিগগিরই বাজার তার নিজের গতিশীল জায়গায় ফিরে যাবে। আর যেসব পদক্ষেপ নেয়া দরকার, আমরাও সে ব্যবস্থা নেব।

[১]  বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, সব ব্যাংক ২০০ কোটি টাকার শেয়ার কিনবে। তবে সবাই একসঙ্গে শেয়ার কিনবে না, বরং বাজারের প্রয়োজন অনুযায়ী ক্রমান্বয়ে কিনবে। আগামীকালই ব্যাংকগুলো শেয়ার কেনা শুরু করবে। আর ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি মনিটরিং করবে।

[১]  এবিবির চেয়ারম্যান আলী রেজা মো. ইফতেখার বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটি খুবই সহায়ক হয়েছে। তবে কিছু বিষয় নিয়ে আরেকটু পরিষ্কার করার জন্য আমরা ডেপুটি গভর্নরের কাছে অনুরোধ করেছি। দু-একদিনের মধ্যেই তিনি এ বিষয়ে আমাদের অবহিত করবেন বলে আশ্বাস দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়