শাহীন খন্দকার : [২] রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ আসলেই ছেড়ে দেয়া হবে।
[৩] শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনের তিনি এ কথা জানান।
[৪] সাবরিনা ফ্লোরা জানান, বাংলাদেশকে করোনা মুক্ত রাখার লক্ষ্যে এই মুহূর্তে বিদেশে থেকে প্রবাসীদের দেশে না আসা থেকে বিরত রাখতে হবে। এজন ভারতের সাথে কিছু বিমান বাতিল কার হয়েছে।
[৫] তিনি বলেন, স্কুল-কলেজ বন্ধ করে দেয়ার জন্য স্কুলগুলো কি ব্যবস্থা নিবে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি নিদের্শনা দেয়া হয়েছে। এছাড়া, এই মুহূর্তে যাদের স্বাশকস্ট, গলাব্যাথা রয়েছে তারা যেনো মসজিদে জামাতে নামাজ না পড়েন সে দিকে লক্ষ্য রাখতে বলেছেন আইইডিসিআর।