শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা-গ্রাসে ধরাশায়ী ইউরোপ, শূন্যেরও নীচে নামতে পারে আর্থিক বৃদ্ধি!

রাশিদ রিয়াজ : [২] এই মুহূর্তে ইউরোপ করোনাভাইরাস মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। এই মুহূর্তে সবথেকে ক্ষতিগ্রস্ত ইতালি । আগামী কয়েক সপ্তাহে মহাদেশে এই ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনাভাইরাসের গ্রাসে খাদের কিনারায় বিশ্ব অর্থনীতি। বাদ নেই ইউরোপ। ভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছরে ইউরোপের আর্থিক বৃদ্ধির হার শূন্যেরও নীচে নেমে আসতে পারে। শুক্রবার এমনই আশঙ্কার কথা জানাল ইউরোপিয়ান ইউনিয়ন ।

[৩] ইউরোপিয়ান ইউনিয়নের কার্যনির্বাহী শাখা ইউরোপিয়ান কমিশনের এক আধিকারিক শুক্রবার বলেছেন, 'এ বছর ইউরো জোন এবং EU-র সামগ্রিক বৃদ্ধির হার কমে শূন্যে নেমে আসতে পারে। এমনকি চূড়ান্ত পরিসংখ্যান শূন্যেরও নীচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। আর এমন হলে বিস্মিত হওয়ার কিছু নেই।'

[৪] এ দিকে, করোনার থাবা থেকে ইউরোপের অর্থনীতিকে রক্ষায় এদিনই একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিশেষত, সর্বাধিক ক্ষতিগ্রস্ত ইতালিকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে তারা। EU-র কমিশনের প্রধান এই আশ্বাস দিয়েছেন।

[৫] করোনাভাইরাসে ইউরোপের দেশগুলির মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। উত্তর ইতালির হাসপাতালগুলিতে এই মুহূর্তে রোগী উপচে পড়ছে। সতর্কতামূলক ব্য়বস্থা হিসেবে বাধ্যতামূলক কোয়ারেনটাইনে রাখা হয়েছে ১ কোটি ৬০ লক্ষ মানুষকে। যার জেরে কার্যত ভেঙে পড়েছে সে দেশের স্বাভাবিক জনজীবন। আতঙ্কিত মানুষজন। এর মধ্যে নতুন করে আশঙ্কার কথা জানিয়েছেন একদল বিশ্বসেরা গবেষক। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইতালির মতো গোটা ইউরোপজুড়ে করোনাভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তাঁরা।

[৬] ইউরোপে করোনাভাইরাস সংক্রমণের গতিপ্রকৃতি সম্পর্কে ধারনা পেতে একটি মডেল তৈরি করেছেন বিশেষজ্ঞরা। সেখানে দেখা যাচ্ছে, আগামী দিনে স্পেন, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনে করোনাভাইরাস দ্রুত হারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা। যে কারণে শুক্রবারই স্পেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়