শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা-গ্রাসে ধরাশায়ী ইউরোপ, শূন্যেরও নীচে নামতে পারে আর্থিক বৃদ্ধি!

রাশিদ রিয়াজ : [২] এই মুহূর্তে ইউরোপ করোনাভাইরাস মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। এই মুহূর্তে সবথেকে ক্ষতিগ্রস্ত ইতালি । আগামী কয়েক সপ্তাহে মহাদেশে এই ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনাভাইরাসের গ্রাসে খাদের কিনারায় বিশ্ব অর্থনীতি। বাদ নেই ইউরোপ। ভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছরে ইউরোপের আর্থিক বৃদ্ধির হার শূন্যেরও নীচে নেমে আসতে পারে। শুক্রবার এমনই আশঙ্কার কথা জানাল ইউরোপিয়ান ইউনিয়ন ।

[৩] ইউরোপিয়ান ইউনিয়নের কার্যনির্বাহী শাখা ইউরোপিয়ান কমিশনের এক আধিকারিক শুক্রবার বলেছেন, 'এ বছর ইউরো জোন এবং EU-র সামগ্রিক বৃদ্ধির হার কমে শূন্যে নেমে আসতে পারে। এমনকি চূড়ান্ত পরিসংখ্যান শূন্যেরও নীচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। আর এমন হলে বিস্মিত হওয়ার কিছু নেই।'

[৪] এ দিকে, করোনার থাবা থেকে ইউরোপের অর্থনীতিকে রক্ষায় এদিনই একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিশেষত, সর্বাধিক ক্ষতিগ্রস্ত ইতালিকে সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে তারা। EU-র কমিশনের প্রধান এই আশ্বাস দিয়েছেন।

[৫] করোনাভাইরাসে ইউরোপের দেশগুলির মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। উত্তর ইতালির হাসপাতালগুলিতে এই মুহূর্তে রোগী উপচে পড়ছে। সতর্কতামূলক ব্য়বস্থা হিসেবে বাধ্যতামূলক কোয়ারেনটাইনে রাখা হয়েছে ১ কোটি ৬০ লক্ষ মানুষকে। যার জেরে কার্যত ভেঙে পড়েছে সে দেশের স্বাভাবিক জনজীবন। আতঙ্কিত মানুষজন। এর মধ্যে নতুন করে আশঙ্কার কথা জানিয়েছেন একদল বিশ্বসেরা গবেষক। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইতালির মতো গোটা ইউরোপজুড়ে করোনাভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তাঁরা।

[৬] ইউরোপে করোনাভাইরাস সংক্রমণের গতিপ্রকৃতি সম্পর্কে ধারনা পেতে একটি মডেল তৈরি করেছেন বিশেষজ্ঞরা। সেখানে দেখা যাচ্ছে, আগামী দিনে স্পেন, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনে করোনাভাইরাস দ্রুত হারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা। যে কারণে শুক্রবারই স্পেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়