শিরোনাম
◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও) ◈ জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা হয়তো কাবু করতে পারবে না, কারণ আমাদের শরীরে বিষ ঢুকে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে

কামরুল হাসান মামুন: আমার শাশুড়ি ৭৮ বছরের বৃদ্ধা। তিনি এখনো গাড়ি চালিয়ে বাজারে যান, নাতিনকে স্কুল থেকে নিয়ে আসেন, ঘরের কাজ করেন। অর্থাৎ স্বাভাবিক যা কাজ আগে করতেন এখনো করেন। ইতালিতে ৮০ বছর হলে ড্রাইভিং টেস্ট করাতে হয়। সেই টেস্টে পাস করলে ৮০ বছরের পরও গাড়ি চালানো সম্ভব। ইতালিতে তাই বৃদ্ধের সংখ্যা বেশি। আমার শাশুড়ি মা ১০০ বছর বয়সে মাত্র কয়েক বছর আগে মারা যান এবং শাশুড়ির বাবাও ১০২ বছর বয়সে মারা গেছেন। ইতালিতে নারীদের গড় আয়ু ৮২ এবং পুরুষের ৮০। ইতালির গ্রামাঞ্চলে প্রায় প্রতি ঘরেই বৃদ্ধ আছে। যেইসব জায়গায় করোনায় মৃত বেশি পাওয়া গেছে সেইসব জায়গায় বৃদ্ধের সংখ্যাও বেশি। ইতালির গড় আয়ু বেশি হওয়ার কারণ তারা আমাদের মতো সয়াবিন তেল খায় না। তারা খায় এক্সট্রা ভার্জিন অলিভ তেল। তারা পান করে আঙুরের জুস দিয়ে তৈরি ওয়াইন।

আমাদের দেশের মানুষরা ৭০ বছর বয়সেই বার্ধক্যের পূর্ণ ছাপ। গাড়ি চালানো দূরে থাক নিয়মিত হাঁটাচলা করতেই পারে না। হাঁটুতে ব্যথা, হার্টের সমস্যা, ডায়াবেটিক ইত্যাদি নানা রোগে কাবু। হবে না কেন? কী পরিমাণ বিষ আমরা সেবন করছি? একদিকে এ সব দূষিত বাতাস সেবন, বিষাক্ত পানি পান আর ভেজাল খাদ্য খেয়ে আমাদের শরীর ইমিউন পাওয়ার ঠিকই অর্জন করেছে, কিন্তু এর বিনিময়ে জীবনীশক্তি হারিয়ে ফেলছি। অল্প বয়সেই নানা মরণব্যধিতে ভুগে মারা যাচ্ছি। ওইদিকে চিকিৎসার উন্নতি ও সচেতনতা বাড়ার কারণে আমরা শিশু মৃত্যু কমিয়েছি। এ জন্য আমাদের করোনা হয়তো কাবু করতে পারবে না, কারণ আমাদের শরীরে বিষ ঢুকে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাড়াতাড়ি রোগে ভুগে ৮০ বছরের মধ্যেই পরপারে চলে যাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়