শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণায় করোনাভাইরাসের ভুয়া প্রতিষেধক বেচায় ২ জনের কারাদণ্ড

সুস্থির সরকার :[২]  নেত্রকোণার কেন্দুয়ায় করোনাভাইরাসের কথিত প্রতিষেধক বিক্রির মাধ্যমে প্রতারণার দায়ে দুইজনের দুই বছর করে কারাভোগে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদেরকে কারাদন্ড দেয়া হয়।

[৩] দন্ডিতরা হচ্ছেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌধার গ্রামের আশরাফুল হায়দারের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও একই জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে নজরুল ইসলাম রুবেল (২৭)।

[৩] কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, গতকাল বুধবার সারাদিন ও আজ বৃহস্পতিবার সকাল থেকে কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়েনে মাইকিং করে

[৪] করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রি করার প্রচার চালান রুবেল মিয়া। পরে আজ বিকাল থেকে রুবেল ও কথিত ডাক্তার পরিচয়দানকারি রাশেদুল ইসলাম গন্ডা এলাকার পাহারপুর ঈদগাহ মাঠে করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রি করছিলেন প্রতারণার মাধ্যমে। খবর পেয়ে বিকাল সোয়া ৪টার দিকে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা আয়ুর্বেদিক জাতীয় কিছু ওষুধ জব্দ করা হয়। পরে আটকদের কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আল ইমরান রুহুল ইসলামের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। বিচারক দুইজনকে দুই বছর করে কারাদন্ড দেন। দন্ডিতদের জেলখানায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়