শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০৮:৫৭ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণকল্যাণমুখী চেতনাকে ধারণ করে নগরবাসীর সেবক হতে চান রেজাউল করিম

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে গণসংযোগকালে বলেছেন, চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত পরিকল্পিত আধুনিক নগরীতে পরিণত করার প্রত্যয় নিয়ে আমি নাগরিকদের কাছে ভোট প্রার্থনা করছি।

আমার বিশ্বাস, চট্টগ্রামের নাগরিক সমাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষা চট্টগ্রামকে মেগা সিটিতে পরিণত করতে নৌকা প্রতীকে স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়ে বিজয়ী করবেন।

সর্বোপরি আমি মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে সকলের মতামত নিয়ে চট্টগ্রাম নগরীকে নাগরিক সমাজের বাসযোগ্য করে গড়ে তুলবো।

বুধবার ১১ মার্চ  নগরীর কে সি দে রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে  গণসংযোগকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চট্টগ্রাম জাতীয় অর্থনীতির হৃদপি-। চট্টগ্রাম বন্দর পৃথিবীর অন্যতম প্রাকৃতিক বন্দর।

এ বন্দর দিয়েই জাতীয় আয়ের ৮০ ভাগেরই বেশি অর্জিত হয়। ভুটান, নেপালসহ ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যে চট্টগ্রাম বন্দর থেকে ট্রানজিট সুবিধা প্রধান করা হলে হাজার হাজার কোটি আয় হবে। এর ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য সোনার বাংলা রূপান্তিত হবে এবং এর বীজ বোপিত হবে এ চট্টগ্রাম থেকেই।

চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় চট্টগ্রাম নগরী হবে আর্ন্তজাতিক মানের নগরীতে রূপান্তিত হবে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের কাজের মতো একাধিক মেগা প্রকল্পের কাজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ অনান্য সেবা সংস্থাগুলো বাস্তবায়ন করে যাচ্ছে।

এ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নগরবাসীকে সাময়িক কষ্ট পেতে হলেও একদিন তারা এ প্রকল্পগুলোর সুফল ভোগ করবেন।

চট্টগ্রামবাসীর আকাঙ্খা পূরণ ও সমৃদ্ধির অর্জনে তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপগহার দিবেন। রাজনীতি কখনো অর্থবিত্ত বা পেশা হতে পারে না। রাজনীতি হতে হবে গণ কল্যাণমুখী। এ চেতনাকে আমি ধারণ করে চট্টগ্রাম নগরবাসীর কর্তব্যনিষ্ঠ সেবক হতে চাই।

এসময় তার সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, চান্দগাঁও থানার আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম,  চান্দঁগাঁও ওয়ার্ডের নুর মোহাম্মদ নুরু, এডভোকেট আইয়ুব খান, সাইফুদ্দীন খালেদ সাইফু, নিজাম উদ্দীন নিজু, সাবেক আরশাদুল আলম বাচ্চু, মোহরা ওয়ার্ডের মো. রফিকুল আলম, নাজিম উদ্দীন চৌধুরী, মো. জসিম উদ্দীন, খালেদ হোসেন খান, কাজী নুরুল আমিন, পূর্ব ষোলশহর ওয়ার্ডের মো. শামসুল আলম, এম আশরাফুল আলমসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক শক্তির নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

সম্পাদনা : আলআমিন ভূঁইয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়