শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়াতে তত্পর বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : [২] পুঁজিবাজারে অব্যাহত দরপতন ঠেকাতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে গত মাসে প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য সর্বোচ্চ ২০০ কোটি টাকার তহবিল গঠন ও বিনিয়োগের সুযোগ রেখে সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু সার্কুলার জারির পর এক মাস পার হয়ে গেলেও ব্যাংকগুলোর পক্ষ থেকে পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। তার ওপর চলতি সপ্তাহের প্রথম দুই দিনে করোনাভাইরাস আতঙ্কে বড় ধস নামে পুঁজিবাজারে। এর পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার স্থিতিশীলতায় ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়াতে তত্পর হয়ে উঠেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল দিনভর বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের পুঁজিবাজারে বিনিয়োগের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এর প্রভাবে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স একদিনেই প্রায় ১৫০ পয়েন্ট বেড়েছে। বণিক বার্তা

[৩]  গতকাল লেনদেনের শুরু থেকেই বাড়তে থাকে সূচক। মূলত পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকের তহবিল গঠনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তত্পরতা সূচকের উত্থানে ইতিবাচক ভূমিকা রাখে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য এরই মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংক ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। অগ্রণী ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগে তহবিল গঠনের বিষয়টি এ সপ্তাহে তাদের পর্ষদের কাছে উপস্থাপন করবে। আজ জনতা ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

[৪]  সেখানে তহবিল গঠনের বিষয়টি উত্থাপন করা হবে। সিটি ব্যাংক আরো আগেই ৫০ কোটি টাকার তহবিল গঠন করে পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। ঢাকা ব্যাংক এরই মধ্যে নিজেদের তহবিলে পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। ব্যাংকটি পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে এ অর্থ সমন্বয় করে নেবে। পূবালী ব্যাংকও নিজেদের তহবিল থেকে পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও শাহজালাল ইসলামী ব্যাংককে পুঁজিবাজারে বিনিয়োগের পরামর্শ দেয়া হয়েছে। এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ব্যাংক এশিয়া এ মাসের ১৯ তারিখের মধ্যে তহবিল গঠন করবে। ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এনআরবি ব্যাংক আগামী সপ্তাহের মধ্যে তহবিল গঠন করে পুঁজিবাজারে বিনিয়োগ করবে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকও পুঁজিবাজারে বিনিয়োগের জন্য তহবিল গঠনের প্রস্তাব তাদের পর্ষদের কাছে উপস্থাপন করবে বলে জানা গেছে।

[৫]  তালিকাভুক্ত ব্যাংকগুলোর সঙ্গে ডিএসইর বৈঠক: এদিকে গতকাল পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তত্পরতার পাশাপাশি ডিএসইর পর্ষদের সঙ্গে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুসারে বিশেষ তহবিল গঠনের অগ্রগতির বিষয়টি সম্পর্কে জানতে ডিএসইর পক্ষ থেকে ৩০টি তালিকাভুক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এক্সচেঞ্জটির নিকুঞ্জের কার্যালয়ে বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ২৪টি ব্যাংকের প্রতিনিধিরা গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন।

[৬]  বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক জানান, তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুসারে বিশেষ তহবিল গঠন করে অবিলম্বে পুঁজিবাজারে বিনিয়োগ করবে বলে জানিয়েছে। তাছাড়া কিছু ব্যাংক এরই মধ্যে নিজস্ব তহবিল থেকে পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করেছে। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য তহবিল গঠনে ব্যাংকগুলোর কিছু সমস্যার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। এসব সমস্যার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে লিখিত আকারে জানানোর জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনবোধে ডিএসই কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। তাছাড়া আমাদের পক্ষ থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।

[৭]  ডিএসইর এমডি আরো বলেন, বর্তমানে বাজার স্থিতিশীল করতে হলে ব্যাংকগুলোর বিনিয়োগ করা খুবই প্রয়োজন। প্রধানমন্ত্রী পুঁজিবাজার সাপোর্ট দিতে যে উদ্যোগ নিয়েছেন, সেটি যদি খুব তাড়াতাড়ি কার্যকর করা হয়, তাহলে পুঁজিবাজার অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আমি মনে করি।

[৮]  গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক ব্যাংকারের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুসারে পুঁজিবাজারে তফসিলি ব্যাংকের বিনিয়োগের অগ্রগতির বিষয়টি গতকালের বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। ইসলামী ব্যাংকগুলো সার্কুলারে উল্লেখিত সুদহারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেছে, এটি তাদের ব্যবসায়িক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে কীভাবে তহবিল গঠন করা যায় সে বিষয়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পরামর্শ করবে বলে জানিয়েছে। তাছাড়া সার্কুলারে বিশেষ তহবিলের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে যে নির্দেশনা দেয়া হয়েছে, সে বিষয়ে কেউ কেউ আপত্তি জানিয়েছে। কোন খাতে বিনিয়োগ করা হবে এ বিষয়ে ব্যাংকগুলোর স্বাধীনতা থাকা উচিত। মিউচুয়াল ফান্ডে কেউ বিনিয়োগ করতে অনিচ্ছুক হলে সেখানে বিনিয়োগে বাধ্য করা কোনোভাবেই সমীচীন হবে না। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি দেয়া হবে বলে বৈঠকে জানানো হয়েছে।

[৯] গতকালের বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার জারির এক মাস পেরিয়ে গেলেও কয়েকটি বাদে অধিকাংশ ব্যাংকই পুঁজিবাজারে বিনিয়োগে তহবিল গঠন না করায় উষ্মা প্রকাশ করেন ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক রকিবুর রহমান। তিনি বলেন, আপনারা আজকে বিনিয়োগের বিষয়ে বেশকিছু সমস্যার কথা তুলে ধরেছেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে এক মাস হয়ে গেছে। এ সময়ের মধ্যে এ বিষয়গুলো নিয়ে আপনারা কি একবারও বিএবি কিংবা এবিবির সঙ্গে আলোচনা করে সমাধান করতে পারতেন না? ব্যাংকগুলো বিনিয়োগ করবে এ ভরসায় বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। কিন্তু এক মাস হয়ে গেলেও ব্যাংকের বিনিয়োগ না আসায় তারা হতাশ হয়েছে। যার প্রভাবে পুঁজিবাজারে সাম্প্রতিক দরপতন হয়েছে। এক্ষেত্রে ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহ কিংবা ইচ্ছার ঘাটতি রয়েছে বলেও বৈঠকে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়