শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেদিন থেকে আমি সব মুখোশধারীকে মুখের ওপর বলতে শিখেছি ‘তোর মুখোশ খোল’ সেদিন থেকে আমি মুক্ত

লী কুড়িগ্রাম: যেদিন থেকে আমি ‘চরিত্র’ শব্দটি শোনামাত্র ঠা ঠা শব্দে হাসতে হাসতে গড়িয়ে পড়ে সবাইকে চমকিয়ে দিতে পেরেছি, সেইদিন থেকে আমি মুক্ত। যেদিন থেকে আমি শরীরের দিকে তাকানো পুরুষকে সরাসরি বলতে পেরেছি, ‘চোখের দিকে তাকান/মুখের দিকে তাকান/শরীরের দিকে কি? সেদিন থেকে আমি মুক্ত। যেদিন থেকে আমি শরীরে হাত দিয়ে ভিড়ে হারিয়ে যেতে থাকা পুরুষকে পেছন থেকে চেপে ধরতে পারছি, থাপড়াইছি, লাত্থাইছি, সেদিন থেকে আমি মুক্ত। যেদিন থেকে আমি স্পষ্ট উচ্চারণে জগতের সব অশ্লীল পুরুষকে দ্বিগুণ অশ্লীল গালি ফেরত দিতে শিখেছি, সেদিন থেকে আমি মুক্ত। যেদিন থেকে আমি মাথা উঁচু, মেরুদ- সোজা আর স্পষ্ট চোখ-মুখ নিয়ে হেঁটে যেতে শিখেছি সেইদিন থেকে আমি মুক্ত।

যেদিন আমি মুদির দোকানের পাশে দাঁড়িয়ে টিজ করা পুরুষকে স্পষ্ট করে প্রশ্ন করতে পেরেছি সে কী চায়, সেদিন থেকে আমি মুক্ত। যেদিন থেকে আমি জগতের সব সুযোগসন্ধানী পুরুষকে পায়ের নিচে রেখে হা হা করে হাসতে শিখেছি সেদিন থেকে আমি মুক্ত। যেদিন থেকে আমি নিজের গায়ের রং, পেটের চর্বি, হাতের মোটা আঙুল, থ্যাবড়ানো পায়ের পাতা নিয়ে গর্বিত হতে শিখেছি সেদিন থেকে আমি মুক্ত। যেদিন থেকে আমি সব মুখোশধারীকে মুখের উপর বলতে শিখেছি ‘তোর মুখোশ খোল’ সেদিন থেকে আমি মুক্ত। জীবনে মুক্ত হওয়াটা জরুরি। মুক্ত নিজে নিজে হতে হয়। কেউ এসে খাঁচা খুলে কাউকে মুক্তি দেয় না। এটুকু মনেপ্রাণে বিশ্বাস করি মুনমুন। এতো জলদি শুভরাত্রি দিচ্ছি না। আরও জেগে জেগে বই পড়বো। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়