ইয়াসিন আরাফাত : [২]গত ৩ ফেব্রুয়ারি গুজরাটের কান্দলা বন্দর কর্তৃপক্ষ ওই জাহাজটি আটক করে।জাহাজটিতে নিবিড়ভাবে তদন্ত চালাচ্ছে ভারত সরকার। জাহাজটি আটক করায় এর প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।জিও নিউজ, আলজাজিরা
[৩] পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়শা ফারুকি বলেছেন, জাহাজে সামরিক সরঞ্জাম রয়েছে বলে ভারত যে দাবি করছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং নয়াদিল্লি বেআইনিভাবে জাহাজটি আটক করেছে।আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কোনো পণ্য বা উপাদানে জাহাজে ছিল না।জাহাজে যেসব পণ্য ছিল তার তালিকা আমাদের কাছে রয়েছে এবং জাহাজে শিল্প-পণ্য বিশেষ করে ইট পোড়ানোর চুল্লি ছিল।
[৪] গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে তাদের জাহাজ আটকের প্রতিবাদ জানিয়ে বলেছে, ভারত ওই জাহাজ আটক করে আইন লঙ্ঘন করেছে।