সিরাজুল ইসলাম : [২] ৬৭ লাখ ৯৯ হাজার চাকরি পেয়েছেন বলে তথ্য রয়েছে পোর্টালে। এনটিডিটিভি
[৩] চাকরির সন্ধানে থাকা কর্মী এবং কর্মীর সন্ধানে থাকা সংস্থাগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে ২০১৫ সালে সরকার বিশেষ উদ্যোগ নেয়। এনসিএস নামে একটি পোর্টাল চালু করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে চাকরি প্রত্যাশীরা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য দিয়ে একটি প্রোফাইল তৈরি করেন। একই সঙ্গে চাকরি নিয়োগ সংস্থাগুলোও এখানে নিজেদের বিবরণ নথিবদ্ধ করতে পারে।
[৪] প্রথম বছর ২০১৫-১৬ সালে ১ লাখ ৪৭ হাজার ৭৮০টি চাকরির কথা পোর্টালে জানানো হয়। ওই বছর চাকরি পেয়েছিল ৩২ হাজার ৯১৬ জন। প্রথম বছর চাকরি দেয়া ৫৫৯টি সংস্থা পোর্টালে রয়েছে।
[৫] ধীরে ধীরে পোর্টালের খবর ছড়াতে শুরু করে। এক কোটি চার লাখ ৫৪ হাজার ৮০৮ জন বেকার নিবন্ধন করেছেন। শূন্যপদ ২৬ হাজার ৩০৮টি।
[৬] সব চেয়ে বেশি কর্মসংস্থান রয়েছে কর্নাটকে ৪৫ হাজার ৭৬৪টি। এরপর মহারাষ্ট্রে ৪২ হাজার ৫০৬টি এবং পশ্চিমবঙ্গে ৪ হাজার ৪১৭টি কর্মসংস্থান রয়েছে।
[৭] শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার বলেন, এনসিএস পোর্টালের মাধ্যমে কতজন চাকরি পেয়েছেন, সে তথ্য রাখা হয় না। এতে নথিবদ্ধ শূন্যপদ ও নথিবদ্ধ বেকার সম্পর্কে তথ্য দেয়া হয়।