ইসমাঈল আযহার: [২] ইসলামের প্রথম মসজিদ ‘মসজিদে কুবা’র ইমাম শাইখ সালেহ বিন আওয়াদ আল মাগামুসি আল হারবী হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, বৃষ্টিপাতের কারণে রাসুল স. মসজিদে আসার ব্যাপারে রাসুল স. শিথীলতা প্রদর্শন করেছেন। সেখানে যদি প্রাণনাশক কোনো মহামারি হয় তাহলে তো অবশ্যই সতর্কতামূলক মসজিদে আসা থেকে বিরত থাকা যাবে। সিএনএন আরবি, আল জাজিরা, এমবিসি
[৩] এমবিসি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বৃষ্টিপাতের সময় রাসুল মসজিদে আসার ব্যাপারে শিথীলতা প্রদর্শন করেছেন রাস্তায় কাঁদা হওয়ার দিকে লক্ষ করে। কিন্তু করোনা ভাইরাস তো মানুষের জীবনকেই শেষ করে দেয়। একারণে যদি কেউ করোনা ভাইরাসের কারণে মসজিদে না আসে তাহলে কোনো সমস্যা নেই।
[৪] আল আরাবিয়ার খবরে বলা জানানো হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সৌদি আরব সরকার তার নাগরিক ও স্থায়ী অভিবাসীদের জন্য বুধবার সাময়িকভাবে ওমরাহ পালন ও মদিনা শরীফে গমন নিষিদ্ধ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মক্কা মোকাররমা ও মদিনা মোনাওয়ারার সব প্রবেশ পথে কড়া পাহারা বসানো হবে।
[৫] এর আগে, সৌদি সরকার বহিবির্শ্বের নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা দেয়। ওই নিষেধাজ্ঞা দেওয়ার পর সৌদিতে ওমরাহ পালন করতে যাওয়া এক লাখেরও বেশি নাগরিক নিজ দেশে ফিরে গেছে। এই নিষেধাজ্ঞার ফলে সৌদিতে হোটেল খাতে ব্যবসা মারাত্বক ক্ষতিগ্রস্ত হবে জানিয়েছেন সৌদির হোটেল ব্যবসায়ীরা।
[৬] করোনাভাইরাস প্রতিরোধে মসজিদে নামাজ স্থগিত ইরান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। সঙ্গে সঙ্গে স্থগিত করা হয়েছে ইরানের আন্তর্জাতিক কোরআন প্রদর্শনীও।
[৭] রয়টার্সের খবরে জানানো হয়েছে পুরো বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩৫ জন, এর মধ্যে চীনেই ঘটেছে অধিকাংশ মৃত্যুর ঘটনা। সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৯২ হাজার।
[৮] এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটিতে একদিনে ১১৯ জন সংক্রমিত হয়েছে যা বিগত দিনের তুলনায় কমেছে। চীনে মোট সংক্রমণের সংখ্যা ৮০,২৭০ জন এবং মারা গেছেন ২৯৮১ জন।