শাহনাজ বেগম : [২] প্রমোদতরী গ্রান্ড প্রিন্সেস থেকে আসা এক ব্যক্তির করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর পর ভাইরাস প্রতিরোধ করতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ভাইরাসটি যুক্তরাষ্ট্রের ১২টি রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং ৫০ জনেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। লস এঞ্জেলস টাইমস, রয়টার্স
[৩] গত মাসে সান ফ্রান্সিসকোতে প্রিন্সেস ক্রুজ জাহাজ থেকে আসা অন্য আরও কয়েকশ যাত্রীর অনুসন্ধান চালাচ্ছে কর্মকর্তারা। সেসব যাত্রীরা ভাইরাস সংক্রমিত হয়েছে বা হতে পারে তা জানার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।
[৪] ভাইরাস মোকাবিলায় ৮.৩ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে পার্লামেন্ট।