মোস্তাফিজুর রহমান : [২] রাজধানীর যাত্রাবাড়ী মৃধাবাড়ি রাজমহল হোটেল এলাকায় হামিম ভূঁইয়া (৩২) নামের এক মোটরসাইকেল চালক মাটির ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি যাত্রাবাড়ী থানায় জব্দ করা হয়েছে।
[৩] বুধবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় সোয়া ৯টায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[৪] নিহতের ফুফাতো ভাই সানি জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল কোং নামের ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সকালে বাসা থেকে বাইক যোগে কর্মস্হলে যাওয়ার সময় পেছন থেকে মাটির ড্রাম ট্রাকের ধাক্কায় সে নিহত হন।
[৫] ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।