শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ রাতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : [২] আবার রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এবারের এল ক্লাসিকো লড়াই জিনেদিন জিদানের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা কাতালান ক্লাবটির কাছে হেরে গেলে লা লিগার শিরোপার লড়াই থেকে অনেকটা দূরে সরে থাকতে হবে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।

[৩]সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রোববার বাংলাদেশ সময় রাত ২টায় লা লিগায় মুখোমুখি হবে দল দুটি। লিগে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে সতেরো জয় ও চার ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

[৪] এমন অবস্থায় ম্যাচটিতে জিতলে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে কিকে সেতিয়েনের বার্সেলোনা। আর রিয়াল জিতলে এক পয়েন্টের ব্যবধানে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠবে। আর ড্র হলে একই থাকবে দল দুটি’র পয়েন্ট ব্যবধান।

[৫] গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে মোটেও ভালো অবস্থায় নেই রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় গত পাঁচ ম্যাচের একটিতে মাত্র জয় পেয়েছে তারা। বাকি তিনটিতে হার, একটিতে ড্র। সবশেষ লড়াইয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে সান্তিয়াগো বার্নব্যু দলটি।

[৬] সে তুলনায় বেশ ভালো অবস্থায় আছে বার্সেলোনা। গত পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে তারা। একটিতে হার। আর সবশেষ ম্যাচে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে নাপোলির মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে কিকে সেতিয়েনের দল।

[৭] ছন্দে থেকে মৌসুম শুরু করে হঠাৎই ফর্মহীনতায় ভুগছেন রিয়াল তারকা করিম বেনজেমা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করা ফরাসি এই স্ট্রাইকার গোলশূন্য পাঁচ ম্যাচ ধরে। চোটে থাকায় এই ম্যাচেও নেই বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড।

[৮] রিয়ালে সময়টা তেমন ভালো যাচ্ছে না আক্রমণভাগের আরেক খেলোয়াড় গ্যারেথ বেলের। দলে আসা-যাওয়ার মধ্যে আছেন এই ওয়েলস ফুটবলার। অক্টোবরের পর কোনো গোলের দেখা পাননি তিনি। এই সময়ের মধ্যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বদলি হিসেবে নামাই তার বড় ম্যাচ খেলা। হ্যাজার্ড না থাকায় বেনজেমা ও ইস্কোর সঙ্গে এবার দলটির আক্রমণভাগে দেখা যেতে পারে বেলকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়