শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রীর জন্যই জার্সি নম্বর পাল্টেছেন মুমিনুল

নিজস্ব প্রতিবেদক : [২] ৬৮ নম্বর জার্সি গায়ে এতো দিন খেলার মাঠে দেখা গেলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে ৭ নম্বর জার্সি পড়ে খেলতে নেমেছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তাই ম্যাচ শেষে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। উত্তরে জানিয়েছেন স্ত্রীর কথাতেই জার্সি নম্বর পাল্টাছেন তিনি।

[৩] জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এই রহস্য উদঘাটন না করে এড়িয়ে গিয়ে বলেন, ‘না, ওরকম স্পেসিফিক কোনো কারণ নেই আসলে। আলাদা কোনো ব্যাপার ছিলো না, এমনিতেই পরিবর্তন করলাম আর কি।’ পরে এক প্রতিবেদককে বলেন, ‘আমার স্ত্রী (ফারিয়া) বলেছিলো জার্সি নম্বর বদলাতে।’

[৪] ‘৭’ কে লাকি ‘সেভেন’ বলা হয়ে থাকে। এই নম্বরের জার্সি পড়ে সফলতাও পেয়েছেন মুমিনুল। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জিতেছেন। এছাড়া ১৪ ইনিংস পড়ে শতকের দেখাও পেয়েছেন এই টেস্ট স্পেশালিস্ট।

[৫] অবশ্য টেস্ট ক্রিকেটে জার্সির পেছনে নাম ও নম্বর যোগ হওয়ার বেশিদিন হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর নাম ও নম্বর সম্বলিত জার্সির রীতি চালু করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

[৬] এর আগে বাংলাদেশের ৭ নম্বর জার্সি দেখা গেছে আমিনুল ইসলাম বিপ্লবকে। যদিও তিনি টি-টোয়েন্টি ফরমেটে খেলেছেন। হয়তো এবার সেই নম্বর পরিবর্তন করবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়