শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) বিএসএফের ‘ককটেলে’ তিন গরু ব্যবসায়ী আহত

ডেস্ক রিপোর্ট : (২)কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘ছোড়া ককটেল বিস্ফোরণে’ বাংলাদেশি তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁদের রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনার সময় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে। আহতদের পরিবার ও সীমান্তের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

(৩) আহতরা হলেন খেতারচর গ্রামের রফিকুল ইসলাম (৩৫), মনছের আল (৪০) ও কাউনিয়ারচর গ্রামের ময়নাল হক (৩৭)।

সূত্র জানায়, ভোররাতের দিকে বাংলাদেশি একদল গরু ব্যবসায়ী আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৫-এর কাছে খেতারচর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে গরু আনতে যান। গরু আনার মাঝামাঝি সময়ে তাঁদের ভারতের দ্বীপচর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা ধাওয়া করে। একপর্যায়ে বেশ কয়েকটি ককটেল ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে ওই তিন বাংলাদেশি আহত হন। সঙ্গীরা তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন। পল্লী চিকিত্সকের কাছে প্রাথমিক চিকিত্সার পর গোপনে তাঁদের রমেক হাসপাতালে নেওয়া হয়।

(৪) দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার জয়েন উদ্দিন বলেন, ‘বিএসএফের ককটেল বিস্ফোরণে তিন বাংলাদেশি আহত হওয়ার খবর আমরাও শুনতে পেয়েছি। কিন্তু কেউ আমাদের জানায়নি। তারা কোথায় চিকিত্সা নিচ্ছে, সেটাও আমাদের জানানো হয়নি। সীমান্তবাসীদের বারবার বলা হচ্ছে, সচেতনতার জন্য সভা করা হয়েছে। তার পরও তারা অবৈধপথে গরু নামাতে (আনতে) যাচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়