শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুগল সার্চে শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : [২] ২০২০ সালকে বলা যেতে পারে টি-টোয়েন্টি ক্রিকেটের বছর। কারণ এই বছরে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আবার আসরগুলো হবে একই দেশ অস্ট্রেলিয়ায়। অক্টোবরে হবে পুরুষদের বিশ্বকাপ। তার আগে চলতি মাসে শুরু হয়েছে প্রমীলাদের। যেখানে অংশ নিয়েছে সালমার নেতৃত্বধীন বাংলাদেশ দল। আর এই বাংলাদেশকে তুমুল আগ্রহ দেখাচ্ছে ক্রিকেট বিশ্ব।

[৩] কদিন আগে যুব বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। এর পরপরই বাংলাদেশ প্রমীলা জাতীয় দল যায় অস্ট্রেলিয়ায়। নারীদের ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এখনো এতোটা পোক্ত হয়নি। অন্তত পরাশক্তি তো বলাই যায় না।

[৪] কিন্তু গুগোলে তাদের নিয়েই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বিগত এক সপ্তাহে। প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপে গত এক সপ্তাহে বাংলাদেশের চেয়ে অন্য কোনো বিষয়ে বেশি আগ্রহ দেখা যায়নি।

[৫] প্রমীলা বিশ্বকাপের আগের আসরগুলো পুরুষ ইভেন্টের সাথেই মাঠে গড়াত। এবার মাঠে গড়াচ্ছে পুরুষদের আসর মাঠে গড়ানোর অনেক আগেই। কারণটা প্রমীলা ক্রিকেটের বিশ্বায়ন। আইসিসি এখনই নিজেদের সফল দাবি করতে পারে। নাহলে বাংলাদেশের মতো গ্রুপ পর্বে মোটামুটি পারফরম্যান্স দেখিয়ে দেশে ফেরার ভাবনা রাখা দলকে নিয়ে কি আর এতোটা উন্মাদনা দেখা যেতো!

[৬] অনলাইন সার্চ জায়ান্ট গুগোল জানিয়েছে, প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ আসর সম্পর্কে ব্যবহারকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিলো বাংলাদেশকে নিয়ে, তাই গুগোল সার্চে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে তথ্যই জানতে চাওয়া হয়েছে বেশি। গত এক সপ্তাহে বাংলাদেশ দলের তথ্য খোঁজার প্রবণতা বেড়েছে ৩২২ শতাংশ!

[৭] আজই বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতের প্রমীলা ক্রিকেট দল শক্তিমত্তা ও জনপ্রিয়তায় অনেক এগিয়ে থাকলেও অনলাইনে ক্রিকেট-ভক্তদের আগ্রহের বিচারে পিছিয়ে পড়েছে তারা। এশিয়া কাপ শিরোপার মতো এই বিষয়টিও সালমা-জাহানারাদের প্রেরণা যোগাতে পারে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়