শিরোনাম

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর বিষয়ে মধ্যস্থতা করতে ট্রাম্পের কাছে অনুরোধ জানালো পাকিস্তান

ইয়াসিন আরাফাত : সোমবার স্ত্রী-কন্যাসহ ২ দিনের সফরে ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বসার কথা ট্রাম্পের। সেখানেই কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরতে তাকে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি। আনন্দবাজার

রোববার পাকিস্তানের সংবাদমাধ্যমে আয়েশা বলেন, ‘জম্মু-কাশ্মীরের মানুষ কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আশা করি ট্রাম্পের সফরে সে কথা উঠে আসবে। একসময় কাশ্মীর নিয়ে নিজেই মধ্যস্থতা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আশাকরি এ বার সে ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করবেন।’’

যদিও সমস্যা শুরুর প্রথম থেকেই কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যে মধ্যস্থতা করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই এ ব্যাপারে একাধিক বার ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন।তবে
জম্মু-কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয় এবং এ ব্যাপারে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে বরাবরই জানিয়ে আসছে ভারত।ভারতের দাবি তারা না চাইলেও জম্মু-কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলকে উস্কানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়