শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিডল ইস্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক কামরান পালানি মনে করেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা ঠিক হবে না

দেবদুলাল মুন্না : আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি বলেন, মার্কিন সেনারা ইরাক ত্যাগ করলে সুন্নি চরমপন্থী দলগুলো শক্তিশালী হবে। আইএসআইএল বহু সুন্নি অঞ্চলে আবার সংগঠিত হচ্ছে। ইরাকি নিরাপত্তা বাহিনী ও শিয়া মিলিশিয়ারা এ হুমকি মোকাবিলায় সক্ষম নয়। সুন্নি অঞ্চলে ইরানের প্রভাবের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীকে ভারসাম্যের শক্তি হিসেবেও দেখা হচ্ছে।

ইরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ইউনিটগুলো (পিএমইউ) এখনো আইএসআইএল থেকে মুক্ত হওয়া সুন্নি অঞ্চলজুড়ে মোতায়েন রয়েছে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একটি প্রস্তাব ইরাকি পার্লামেন্টে পাস করার এক মাসের বেশি সময় পর দেশটিতে মার্কিন বাহিনী থাকবে কি থাকবে না, সে সম্পর্কে অনিশ্চয়তা রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস বাহিনীর কমান্ডার কাশেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মবিলাইজেশন ইউনিটগুলোর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিস নিহত হওয়ার পর মার্কিন সেনা প্রত্যাহারের এ প্রস্তাব ইরাকি পার্লামেন্টে পাস হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত ১০ জানুয়ারি প্রস্তাবটি খারিজ করে দিয়েছেন, কিন্তু স্থানীয় রাজনৈতিক নেতারা ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য চাপ অব্যাহত রেখেছেন। পার্লামেন্টে এ প্রস্তাব প্রায় একচেটিয়াভাবে শিয়া দলগুলোর (ফাতাহ, সায়রুন, হিকমা, সাদিকুন) ভোটে পাস হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়