শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিডল ইস্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষক কামরান পালানি মনে করেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা ঠিক হবে না

দেবদুলাল মুন্না : আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি বলেন, মার্কিন সেনারা ইরাক ত্যাগ করলে সুন্নি চরমপন্থী দলগুলো শক্তিশালী হবে। আইএসআইএল বহু সুন্নি অঞ্চলে আবার সংগঠিত হচ্ছে। ইরাকি নিরাপত্তা বাহিনী ও শিয়া মিলিশিয়ারা এ হুমকি মোকাবিলায় সক্ষম নয়। সুন্নি অঞ্চলে ইরানের প্রভাবের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীকে ভারসাম্যের শক্তি হিসেবেও দেখা হচ্ছে।

ইরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ইউনিটগুলো (পিএমইউ) এখনো আইএসআইএল থেকে মুক্ত হওয়া সুন্নি অঞ্চলজুড়ে মোতায়েন রয়েছে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একটি প্রস্তাব ইরাকি পার্লামেন্টে পাস করার এক মাসের বেশি সময় পর দেশটিতে মার্কিন বাহিনী থাকবে কি থাকবে না, সে সম্পর্কে অনিশ্চয়তা রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস বাহিনীর কমান্ডার কাশেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মবিলাইজেশন ইউনিটগুলোর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিস নিহত হওয়ার পর মার্কিন সেনা প্রত্যাহারের এ প্রস্তাব ইরাকি পার্লামেন্টে পাস হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত ১০ জানুয়ারি প্রস্তাবটি খারিজ করে দিয়েছেন, কিন্তু স্থানীয় রাজনৈতিক নেতারা ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য চাপ অব্যাহত রেখেছেন। পার্লামেন্টে এ প্রস্তাব প্রায় একচেটিয়াভাবে শিয়া দলগুলোর (ফাতাহ, সায়রুন, হিকমা, সাদিকুন) ভোটে পাস হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়