সুজন কৈরী: নিখোঁজের প্রায় দেড় বছর পর বাড়িতে ফিরেছেন র্যাবের একটি ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) হাসিনুর রহমান।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তিনি রাজধানীর পল্লবীর ডিওএইচএসে বাসায় ফেরেন বলে জানিয়েছেন হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার।
তিনি জানান, এতোদিন কোথায় ছিলো, না ছিলো এসব বিষয় এখনো তিনি শোনেননি। এর বেশি কথা বলতে চাননি হাসিনুরের স্ত্রী।
২০১৮ সালের ৮ আগস্ট রাতে মিরপুরের পল্লবীর ডিওএইচএসের বাসার সামনে থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় হাসিনুরকে। তিনি র্যাব-৭ এর সাবেক কমান্ডিং অফিসার ছিলেন। সেনাবাহিনীতে চাকরির সময় রাষ্ট্রদ্রোহের মামলায় দন্ডিত হয়ে পাঁচ বছরের জেল খেটে ২০১৪ সালে মুক্তি পেয়েছিলেন। তিনি এক সময় র্যাব-৫ ও র্যাব-৭ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিজিবিতেও বেশকিছু দিন দায়িত্ব পালন করেন।