শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি : ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা গত বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় ধাওয়া করে অস্ত্রসহ একজন যুবলীগ নেতাকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে। তার নাম নুরুল ইসলাম বাবুল (৪১)।
তিনি সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের উত্তর চর সাহাভিখারী গ্রামের বাসিন্দা ও চর দরবেশ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। পুলিশ তার নিকট থেকে একটি একনলা বন্দুক ও ৪টি গুলি উদ্ধার করেছে।

শুক্রবার সকালে ফেনী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার পদমর্যাদায় উন্নীত অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার নুরুল ইসলাম বাবুল একজন জলদস্যু। তাঁর বিরুদ্ধে দুটি মামলা ছাড়াও এলাকায় প্রচুর অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাঁর বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার উত্তর চর সাহাভিখারী এলাকায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে একটি একনলা বন্দুক ও ৪টি গুলিসহ গ্রেপ্তার করেন। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) কাজী গোলাম মহিউদ্দিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির দুটি পৃথক মামলা দায়ের এবং তাকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়